Advertisement
Advertisement

সীমান্ত-সন্ত্রাস রুখতে ভারতের চোখ সশস্ত্র ড্রোনের দিকে

আগামী সপ্তাহের আমেরিকা সফরে সশস্ত্র ড্রোন কেনার কথা তুলবেন মনোহর পারিক্কর৷

India is keen to acquire armed drones
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 28, 2016 4:23 pm
  • Updated:August 28, 2016 4:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তে সন্ত্রাস রুখতে এবারে সশস্ত্র ড্রোন কিনতে চায় ভারত৷ আগামী সপ্তাহেই আমেরিকা সফরে যাচ্ছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর৷ প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, ওয়াশিংটনে প্রতিরক্ষা বিষয়ক নানা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন তিনি৷ সেই অবসরেই সশস্ত্র ড্রোন কেনার কথা তুলবেন৷

প্রসঙ্গত, অত্যাধুনিক শস্ত্রে সজ্জিত এই ড্রোন গুলিই পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যবহার করে আমেরিকা৷ তবে সামরিক সুরক্ষার কারণ দেখিয়ে এতদিন এগুলি শুধু নিজেদের কাছেই রেখে দিয়েছিল মার্কিন মুলুক৷ অবশ্য ভারতের আশা জুন মাসে যদি মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমে (MTCR) দেশ প্রবেশ করতে পারে৷ তাহলে কিছুটা আশা করা যেতে পারে৷ বর্তমানে ভারতীয় নৌবাহিনীর জন্য সাধারণ ড্রোনই অফারের তালিকায় রেখেছে আমেরিকা৷

Advertisement

সীমান্ত নিয়ে হামেশা তৎপর থাকতে হয় ভারতীয় সেনাকে৷ উত্তর-পশ্চিম প্রান্তে পাকিস্তান, উত্তর-পূর্বে চিন প্রায়ই ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে৷ এদিকে আবার কাশ্মীরে চলতে থাকা ক্রমাগত অশান্তি চিন্তার ভাঁজ ফেলেছে প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকদের কপালে৷ এমতবস্থায়, সশস্ত্র ড্রোন পাওয়া গেলে ভারতীয় সেনার পাল্লা অনেকাংশে ভারি হয়ে যাবে বলে ধারণা বিশেষজ্ঞদের৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ