সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝে দু’দিন দেশের করোনা গ্রাফ সামান্য নিম্নমুখী হলেও গত ২৪ ঘণ্টায় ফের প্রকট মারণ ভাইরাসের দাপট। ফের দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়াল ২০ হাজারের গণ্ডি। পাল্লা দিয়ে বেড়ে চলেছে অ্যাকটিভ কেসও। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরলস প্রয়াস চালাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। তাই প্রত্যেক টিকাদাতাকে চিঠি লিখে ধন্যবাদ জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২০,৫৫৭ জন। দেশের মোট করোনা সংক্রমিত ৪ কোটি ৩৮ লক্ষ ৩ হাজার ৬১৯ জন। দৈনিক পজিটিভিটি রেট ৪.১৩ শতাংশ। সংক্রমণের পাশাপাশি গত কয়েকদিনের মতো এদিনও লাফিয়ে বাড়ল অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় রোগী একলাফে ২০০০ বেড়ে বর্তমানে হয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৬৫৪। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার বেড়ে হয়েছে ০.৩৩ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪০ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৮২৫।
[আরও পড়ুন: ডিএসপির মৃত্যুর কয়েক ঘণ্টা পর এবার কর্মরত মহিলা পুলিশকর্মীকে পিষল পিকআপ ভ্যান]
বর্তমানে করোনা পরিস্থিতি উদ্বেগজনক কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, বাংলার মতো রাজ্যগুলিতে। গত ২৪ ঘণ্টাতেই যেমন মহারাষ্ট্রে সংক্রমিত ২,২৭৯ জন। প্রাণ হারিয়েছেন ৬ জন। বাংলাতেও একদিনে করোনা আক্রান্ত ২,২০০-র বেশি মানুষ। তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ২১৪২ জন। যদিও কোনও প্রাণহানি ঘটেনি।
Prime Minister Narendra Modi lauds all vaccinators for achieving the 200 crore vaccine doses landmark on July 17. The PM has congratulated all vaccinators by sending appreciation letters to them personally; the same can be downloaded from their CoWIN login ID pic.twitter.com/cJ5bbF7ZWZ
— ANI (@ANI) July 20, 2022
এসবের মাঝে মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরাই। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩১ লক্ষ ৩২ হাজার ১৪০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৮,৫১৭ জন। সুস্থতার হার ৯৮.৪৭ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, ইতিমধ্যেই দেশে করোনার টিকার ডোজ পরিমাণ ২০০ কোটির গণ্ডি পেরিয়েছে। সফল ভাবে এই মাইলস্টোন ছুঁয়ে ফেলার জন্য প্রত্যেক টিকাদাতাকে চিঠি পাঠিয়ে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এদিকে সংক্রমণ রুখতে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে দেওয়া হচ্ছে বুস্টার ডোজও। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৪ লক্ষ ৯৮ হাজার ৩৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে।