Advertisement
Advertisement

Breaking News

চিনকে রুখতে মায়ানমারকে সমর্থন ভারতের

সন্ত্রাসবাদ ও নাশকতা রুখতে হাতে হাত মিলিয়ে কাজ করবে ভারত ও মায়ানমার৷

India offers to stand by Myanmar, to counter China’s clout
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 30, 2016 11:33 am
  • Updated:August 30, 2016 11:33 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে কোনও সময়ে, যে কোনও কারণে প্রতিবেশী হিসাবে মায়ানমারের পাশে থাকার প্রতিশ্রুতি দিল ভারত৷ ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ তিন কিয়াউকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বাস দেন, ‘সত্যিকারের বন্ধু’ হিসাবে ভারত সব সময় মায়ানমারের পাশে থাকবে৷

কিংবদন্তি নেত্রী আউং সান সু কি’র নেতৃত্বে তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ক্ষমতায় আসার ও মায়নামারে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম সে দেশের শীর্ষ নেতৃত্ব ভারত সফরে এলেন৷ এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন প্রেসিডেন্ট কিয়াউ৷ পারস্পরিক সহযোগিতা,  দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে বিভিন্ন ইস্যুতে দু’দেশের মধ্যে একাধিক মউ স্বাক্ষরিত হয়৷ ব্যাঙ্কিং ব্যবস্থা, কৃষির আধুনিকীকরণ, বিদ্যুৎ উৎপাদন, ভারি শিল্প, তথ্য প্রযুক্তি, দ্বিপাক্ষিক বাণিজ্য, ডাল ও তেলবীজ আমদানি নিয়ে একাধিক চুক্তি হয়৷

Advertisement

প্রসঙ্গত, সেনা শাসনের অবসানের পর মায়ানমারের নবনির্বাচিত সরকারকে চিনের প্রভাবমুক্ত করতে কূটনৈতিক তৎপরতা শুরু করে নয়াদিল্লি৷ যার টাটকা ফল দুটি৷ এক, মায়ানমারের গভীর, দুর্গম জঙ্গলে ঢুকে সম্প্রতি ভারতীয় কমান্ডোদের জঙ্গি দমন অভিযান৷ দফায় দফায় হওয়া প্রায় দু’দিনের এই গোপন অভিযানে নিহত হয় অনেক ভারত বিরোধী জঙ্গি৷ দুই, তারপরই তড়িঘড়ি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সফল মায়ানমার সফর৷ তিনি বেশ কিছুক্ষণ বৈঠক করেন প্রেসিডেন্ট কিয়াউ এবং সু কি’র সঙ্গে৷

Advertisement

এই দুই ঘটনার ফলশ্রুতিই হল, ভারতীয় নেতৃত্বের পীড়াপীড়িতে মায়ানমারের প্রেসিডেন্টের সদলবলে ভারত সফর৷ মোদির কাছে নির্ভেজাল বন্ধুত্বের দৃঢ় অঙ্গীকার পেয়ে মায়ানমারের প্রেসিডেন্টের পালটা অঙ্গীকার, মায়ানমারের জমিকে ভারত বিরোধী সন্ত্রাসে ও জঙ্গিদের কাজে কোনওভাবেই ব্যবহার করতে দেওয়া হবে না৷ সন্ত্রাসবাদ ও নাশকতা রুখতে ভারত ও মায়ানমার হাতে হাত মিলিয়ে কাজ করবে৷

সাউথ ব্লক সূত্রের খবর, উত্তর-পূর্ব ভারতের চারটি রাজ্যের সঙ্গে মায়ানমারের সীমানা রয়েছে৷ সেখানে কয়েকটি শক্তিশালী জঙ্গি সংগঠনের দৌরাত্ম্য বন্ধ করতে এবং চিনের ক্রমবর্ধমান প্রভাব রুখতে ভারতের দরকার মায়ানমারের সাহায্য ও সহযোগিতা৷ সেই লক্ষ্যে অনেকটাই সফল মোদি-কিয়াউ আলোচনা ও চুক্তি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ