Advertisement
Advertisement

Breaking News

COVID-19

দেশে ফের কমল দৈনিক আক্রান্তের সংখ্যা, করোনায় মোট মৃতের সংখ্যা প্রায় দেড় লক্ষ

একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২০১ জনের।

India reports 16,375 new COVID-19 cases, 201 deaths in last 24 hours: Union Health Ministry | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:January 5, 2021 9:48 am
  • Updated:January 6, 2021 10:02 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই করোনা ভ্যাকসিন পাওয়ার আশা উজ্জ্বলতর হয়েছে দেশবাসীর। নতুন করে স্বাভাবিক জীবনে ফেরার হাতছানি। তারই মধ্যে স্বাস্থ্যমন্ত্রক সামান্য স্বস্তি দিয়ে জানাল, গত কয়েকদিনের মতো মঙ্গলবারও দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নিম্নমুখী। যদিও একদিনে মারণ ভাইরাস প্রাণ কেড়েছে দুশোরও বেশি মানুষের।

এদিন স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৬,৩৭৫ জন। যা গতকালের তুলনায় সামান্য কম। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২০১ জনের। ভারতে এখনও পর্যন্ত করোনা প্রাণ কেড়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৮৫০ জনের।

Advertisement

[আরও পড়ুন: বিতর্কের কেন্দ্রবিন্দু এস-৪০০, রুশ মিসাইল নিয়ে টানাপোড়েন ভারত-আমেরিকার]

দেশে মোট সংক্রমিতের সংখ্যা এক কোটি ৩ লক্ষ পেরিয়েছে ঠিকই। তবে তাঁদের মধ্যে বেশিরভাগ মানুষই মারণ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী। তাই স্বস্তি দিচ্ছে কমতে থাকা অ্যাকটিভ কেস। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগী ২ লক্ষ ৩১ হাজার ৩৬ জন। উলটোদিকে, সুস্থ হয়ে উঠেছেন ৯৯ লক্ষ ৭৫ হাজার ৯৫৮ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই করোনাকে হার মানিয়েছেন ২৯ হাজার ৯১ জন।  

করোনার নতুন স্ট্রেনে জর্জরিত ব্রিটেনে এদিনই নতুন করে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছেন বরিস জনসন। ভারতেও ইতিমধ্যেই হদিশ মিলেছে নয়া স্ট্রেনের। তবে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানীরা। যাঁরা জানিয়েছেন, জরুরিকালীন প্রয়োগে ছাড় পাওয়া ভ্যাকসিন (Corona vaccine) নয়া স্ট্রেনের উপরও কার্যকরী হবে। বাংলা-সহ একাধিক রাজ্যে স্বাস্থ্যকর্মীদের নিয়ে চলছে টিকাকরণের মহড়া। এ মাসের মধ্যেই যে কোনও সপ্তাহে প্রথম দফার টিকাকরণ শুরু হয়ে যাবে। 

[আরও পড়ুন: ব্যাংক দুর্নীতি মামলার তদন্তে সহযোগিতার আশ্বাস, ইডি দপ্তরে হাজিরা সঞ্জয় রাউতের স্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ