Advertisement
Advertisement
COVID-19

COVID-19: দেশের দৈনিক করোনা সংক্রমণ নামল ২০ হাজারের নিচে, চিন্তায় রাখছে দিল্লির গ্রাফ

স্বস্তি দিচ্ছে নিম্নমুখী অ্যাকটিভ কেস।

India reports 19,406 new COVID cases and 19,928 recoveries in the last 24 hours | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:August 6, 2022 9:48 am
  • Updated:August 6, 2022 9:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক করোনার দৈনিক সংক্রমণ খানিকটা নিয়ন্ত্রণে মনে হলেও শুক্রবার সেই গ্রাফটা পেরিয়ে গিয়েছিল ২০ হাজারের গণ্ডি। গত ২৪ ঘণ্টায় অবশ্য সামান্য কমল সংক্রমণের হার। স্বস্তি দিচ্ছে নিম্নমুখী অ্যাকটিভ কেসও। তবে নতুন করে চিন্তায় ফেলছে রাজধানী দিল্লির বর্তমান কোভিড পরিস্থিতি। ফের লাফিয়ে বাড়ল সেখানকার আক্রান্তের সংখ্যা।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৯,৪০৬ জন। গতকাল যে সংখ্যাটা ছাড়িয়েছিল ২০ হাজার ৫০০-র গণ্ডি। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লক্ষ ৩৪ হাজার ৭৯৩ জন। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার ০.৩১ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৯ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৬ হাজার ৬৪৯।

Advertisement

[আরও পড়ুন: পার্থর ব্যক্তিগত সচিব এবং ওএসডিকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাল নবান্ন]

বেশ কয়েকটি রাজ্যের করোনা গ্রাফ এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় যেমন মহারাষ্ট্রে করোনা সংক্রমিত দু’হাজারের বেশি। নতুন করে সংক্রমণ বেড়েছে রাজধানী দিল্লিতেও। একদিনে ২৪১৯ জন দিল্লিবাসীর শরীরে থাবা বসিয়েছে করোনা। যা গত ছ’মাসের মধ্যে সর্বোচ্চ। একদিকে মৃত্যু হয়েছে ২ জনের। এখনও চিন্তায় রাখছে কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলির করোনা পরিসংখ্যান।

তবে এসবের মাঝে মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরাই। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৪ লক্ষ ৬৫ হাজার ৫৫২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৫০ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে প্রায় ২০৬ কোটি। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন ৩২ লক্ষ ৭৩ হাজারের বেশি। জোরকদমে চলছে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার অভিযানও। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৩ লক্ষ ৯১ হাজার ১৮৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

[আরও পড়ুন: ৪ বছরের একরত্তিকে চারতলার ব্যালকনি থেকে ছুঁড়ে ফেললেন মা! ভাইরাল CCTV ফুটেজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement