Advertisement
Advertisement

Breaking News

যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রশিক্ষণে এবার সেনা জওয়ানদের পায়ে উন্নতমানের জুতো

দীর্ঘ টালবাহানার পর কাটল জট।

Indian army finally to get better sports shoes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 11, 2018 4:02 pm
  • Updated:May 11, 2018 4:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ দীর্ঘদিনের টালবাহানার পরে অবশেষে কাটতে চলেছে জট। পায়ের তলার বিপদকে সঙ্গে নিয়ে যারা সর্বক্ষণ সীমান্তে কাজ করে যায়, দীর্ঘদিনের অপেক্ষার পরে এবার তাঁরা পেতে চলেছেন উন্নতমানের স্পোর্টস জুতো। আর তাঁদের পায়ে চড়াতে হবে না আদ্যিকালের পিটি জুতো।

ইতিমধ্যে, এই জুতো প্রস্তুত করার জন্য বরাদ্দও দিয়ে দেওয়া হয়েছে লিবার্টি শু লিমিটেড নামে একটি সংস্থাকে। ডিরেক্টর জেনারেল অফ কোয়ালিটি অ্যাসিওরেন্স (ডিজিকিউএ) মন্ত্রকের পক্ষ থেকে সংস্থাকে প্রথমধাপে বরাদ্দ দেওয়া হয়েছে ৮০ হাজার জোড়া উন্নতমানের স্পোর্টস শু প্রস্তুত করার। আগস্ট মাস থেকে সেগুলিকে সেনা জওয়ানদের ট্রেনিংয়ের জন্য পরীক্ষা করে দেখা হবে। সার্দান, সাউথ-ইস্টার্ন, ইস্টার্ন ও সেন্ট্রাল কমান্ডের জওয়ানদের যথাক্রমে ২০ হাজার জোড়া করে এই উন্নতমানের স্পোর্টস জুতো ট্রেনিংয়ের জন্য দেওয়া হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Advertisement

দীর্ঘদিন ধরেই সেনা জওয়ানরা পাতলা পিটি জুতো পড়ে ট্রেনিং করে আসছেন। এই বিষয়ে ২০০৯-এ প্রথম টনক নড়েছিল তৎকালীন সরকারের। তারা ভাবতে শুরু করেছিলেন সেনার জুতোতে বদল আনা প্রয়োজন। কারণ এই জুতো পড়ে সেনা জওয়ানদের ট্রেনিংয়ের সময়ে চোট পাওয়ার সম্ভবনা খুব বেশি থাকে। তবে ভাবনাই সার ছিল। সেই সময়ে পাঁচটি জুতোর বড় কোম্পানি সরকারের এই সিদ্ধান্তে এগিয়ে এসেছিল সেনার জন্য জুতো প্রস্তুত করতে। তবে পরবর্তী সময়ে কোনও অনির্দিষ্ট কারণবশত রূপায়ণের পথে নিয়ে যাওয়া যায়নি সেই পরিকল্পনা। ২০১১-তে আবারও কেন্দ্রের ভাবনায় এসেছিল এই একই পরিকল্পনা। তখন চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিষয়টি পাঠান হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রকে। ২০১৫-তে এসেছিল সেই চূড়ান্ত সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তকে বাস্তবে পরিণত করতে কেন্দ্রের লেগে গেল আরও তিনবছর।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ