Advertisement
Advertisement

Breaking News

শত্রু শিবিরে কাঁপন ধরাতে আরও ‘ঘাতক’ হচ্ছে ভারতীয় কমান্ডোরা

ভারতীয় সেনার এই 'এলিট' বাহিনিগুলি হতে চলেছে আরও অত্যাধুনিক ও ঘাতক৷

Indian commando units to get deadlier with these high tech weapons
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 1, 2017 8:49 am
  • Updated:March 1, 2017 8:52 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা ভারতীয় কমান্ডো ফোর্স৷  ২০১৫ সালে মায়ানমার ও ২০১৬ সালে পাক অধিকৃত কাশ্মীরে সার্জিকাল স্ট্রাইক চালিয়ে সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনার কমান্ডোরা৷ এবার শত্রুদের আতঙ্কের কারণ ভারতীয় সেনার এই ‘এলিট’ বাহিনিগুলি হতে চলেছে আরও অত্যাধুনিক ও ঘাতক৷ সূত্রের খবর, অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, মেশিনগান, পিস্তল, হালকা রকেট লঞ্চার ও নাইট ভিশন সরঞ্জাম কেনার জন্য ইতিমধ্যে টেন্ডার জারি করেছে প্রতিরক্ষামন্ত্রক৷ জরুরিভিত্তিতে বিদেশী অস্ত্র নির্মাতাদের থেকে এই অত্যাধুনিক অস্ত্রগুলি কেনা হবে৷

সন্ত্রাসের চরম নিদর্শন, এবার নরখাদক জঙ্গি তৈরি করছে আইএস

প্রতিরক্ষামন্ত্রক সুত্রে খবর, ইতিমধ্যে সাতটি সুপারিশ করা হয়েছে৷ মূলত আমেরিকা, ইজরয়েল ও সুইডেনের অস্ত্রনির্মাতাদের থেকে জরুরিভিত্তিক ভাবে আবেদন পত্র চাওয়া হয়েছে৷ এছাড়াও ১২০টি ‘লাইট স্ট্রাইক ভেহিকল’ বা সাঁজোয়া গাড়িও কিনতে চলেছে কেন্দ্র৷ হেলিকপ্টারে বহনযোগ্য এই গাড়িগুলি কমান্ডোদের শত্রু এলাকার গভীরে হামলা চালাতে সাহায্য করবে৷

Advertisement

এবার জলের নিচেও নজরদারি চালাবে চিন

প্রায় ১০ দিনের মত প্রবল যুদ্ধ চালিয়ে যাওযার জন্য ভারতীয় সেনার জন্য প্রায় ২০,০০০ কোটি টাকার গোলা-বারুদও শীঘ্রই কেনা হবে৷ এই মুহূর্তে ভারতীয় সেনার সংখ্যা প্রায় ১৩ লক্ষ৷ এরই অন্তর্ভুক্ত নয়টি ‘প্যারা-স্পেশাল ফোর্স’ ও পাঁচটি ‘প্যারা ব্যাটেলিয়ন’৷ ভারতীয় সেনার এই কমান্ডোদের হাতে রয়েছে ইজরাইল নির্মিত ‘TAR-21 Tavor’ রাইফেল, মার্কিন M4A1 কারবাইন ও  ‘Carl Gustav’ রকেট লঞ্চার৷ বায়ুসেনা, স্থলসেনা ও নৌসেনার কমান্ডো দলগুলিকে একটি জয়েন্ট কমান্ডের অন্তর্ভুক্ত করার চেষ্টাও চলছে বলে জানা গিয়েছে৷

Advertisement

OMG! এই শতকের শেষেই বিলুপ্ত হবে অর্ধেক প্রাণিজগত!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ