Advertisement
Advertisement

Breaking News

সুষমার সাহায্যে পাকিস্তানি স্ত্রীকে ফেরত পেলেন ভারতীয় যুবক

ফের মানবিকতার মূল্য রাখলেন বিদেশমন্ত্রী৷

Indian man reunited with Pak wife, courtesy Sushma Swaraj
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 24, 2017 2:46 pm
  • Updated:April 24, 2017 2:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণে-বনে-জঙ্গলে যেখানেই কেউ বিপদে পড়ে তাঁর শরণাপন্ন হন৷ তিনিই ত্রাতা রূপে অবতীর্ণ হয়ে উদ্ধার করবেনই৷ এই বিশ্বাসের মর্যাদা আরও একবার রাখলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ তাঁর সহযোগিতাতেই এক বছর বাদে নিজের পাকিস্তানি স্ত্রীকে ফেরত পেলেন ভারতীয় যুবক৷

[মাত্রাতিরিক্ত ফি বৃদ্ধি, শহরের একাধিক স্কুলে বিক্ষোভে অভিভাবকরা]

Advertisement

কর্নাটকের বাসিন্দা ড্যানিয়েল ডেভানুরের দুঃসম্পর্কের আত্মীয় হন পাকিস্তানের সিলভিয়া নরিন৷ দেশভাগের আগে থেকেই দুই পরিবারের মধ্যে এই আত্মীয়তা৷ কাঁটাতার পেরিয়ে বেশ কয়েকবার দেখা-সাক্ষাৎও হয়েছে৷ প্রথম দর্শনেই সিলভিয়ার প্রেমে পড়ে যান ড্যানিয়েল৷ আত্মীয়তার সৌজন্যে সেই প্রেম পরিণতি পেতে দেরি হয়নি৷ ২০১৬ সালে বাবা-মাকে নিয়ে লাহোরে পৌঁছান ড্যানিয়েল৷ ২৫ জুন লাহোরের এক চার্চে দু’জনের বিয়ে হয়৷

Advertisement

[পাকিস্তানের সুনাম করলে দেশ থেকে বের করে দেওয়ার হুমকি বিজয়বর্গীয়র]

এ পর্যন্ত সবই ঠিক ছিল, গোল বাধল এর পরে৷ ড্যানিয়েল ভেবেছিলেন, বিয়ের পর সিলভিয়াকে নিয়ে ফিরে আসবেন৷ কিন্তু বিদেশমন্ত্রকের ছাড়পত্র কিছুতেই মিলছিল না৷ বারবার অফিসের চক্কর কেটেও কোনও লাভ হয়নি৷ দেখতে দেখতে বছর ঘুরে গেলেও ছাড়পত্র কপালে জোটেনি ড্যানিয়েলের৷ শেষে টুইটারের মাধ্যমে বিদেশমন্ত্রীর শরণাপন্ন হন কর্নাটকের যুবক৷ প্রথামাফিক সাড়া দিতে দেরি হয়নি সুষমার৷ তাঁর নির্দেশেই মিলল ছাড়পত্র৷ রবিবারই দিল্লি এসে পোঁছেছেন সিলভিয়া৷ এতদিন বাদে স্ত্রীকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা ড্যানিয়েল৷ বিদেশমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ তিনি৷ যদি ছাড়পত্র না পেতেন তাহলে? প্রশ্নের উত্তরে ড্যানিয়েল জানান, সারা জীবন ধরে সিলভিয়াকে কাছে পেতে লড়াই চালিয়ে যেতেন তিনি৷

[জাল পাসপোর্ট মামলায় দোষী সাব্যস্ত, কড়া শাস্তির মুখে ছোটা রাজন]

অশান্ত কাশ্মীর, সার্জিক্যাল স্ট্রাইক থেকে কুলভূষণ যাদব কাণ্ড- একের পর এক ঘটনায় প্রায় তলানিতে এসে ঠেকেছে দুই দেশের সম্পর্ক৷ এমন পরিস্থিতিতেও মানবিকতার মূল্য রেখেছেন বিদেশমন্ত্রী৷ সেই সৌজন্যেই মধুরেণ সমাপয়েত হয়েছে ড্যানিয়েল-সিলভিয়ার জীবনে৷

[8৫-এ পা শচীনের, জন্মদিনে রইল মাস্টার ব্লাস্টারের কিছু অজানা তথ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ