Advertisement
Advertisement

কেন এই গ্রামে সবাই আত্মহত্যা করেন?

৩২০ টি পরিবারের মধ্যে এমন একটিও পরিবার নেই যেখানে কেউ না কেউ আত্মহত্যা করেননি৷ মর্মান্তিক ঘটনা ঘটেছে গ্রাম প্রধান রাজেন্দ্র সিসোদিয়ার সঙ্গেও৷

Indian 'suicide' village where DEMONS have been blamed for hundreds of deaths
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 15, 2016 10:00 pm
  • Updated:August 24, 2018 5:00 pm

মধ্যপ্রদেশের খারগোন জেলার বাড়ি গ্রাম৷ ছোট্ট গ্রামটি যতটা ছোট, ঠিক ততটাই রহস্যজনক৷ গ্রামে আড়াই হাজার মানুষের বাস৷ কিন্তু অদ্ভুত ঘটনা কি জানেন? আত্মহত্যার কারণে গ্রামের লোক সংখ্যা দিনে দিনে কমছে৷
সারা দেশে এমনকী সারা বিশ্বে অনেকেই বিভিন্ন কারণে আত্মহননের পথ বেছে নেন৷ কিন্তু এই গ্রামের ঘটনাটা একটু অন্যরকম৷ গত ২০ বছরে সাড়ে তিনশোরও বেশি মানুষ আত্মহত্যা করেছেন এখানে৷ কোনও কারণ ছাড়াই অনেকে নিজেরা মৃত্যুকে বেছে নিয়েছেন৷ মাত্রাটা চরমে পৌঁছেছে চলতি বছর৷ জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আত্মহত্যার সংখ্যা ছিল ৮০! যাকে মোটেই স্বাভাবিক বলা যায় না৷ ৩২০ টি পরিবারের মধ্যে এমন একটিও পরিবার নেই যেখানে কেউ না কেউ আত্মহত্যা করেননি৷ মর্মান্তিক ঘটনা ঘটেছে গ্রাম প্রধান রাজেন্দ্র সিসোদিয়ার সঙ্গেও৷ গ্রামের মধ্যে একটি গাছ থেকে তাঁরই তুতো ভাইয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেন গ্রামবাসীরা৷ ছেলেকে হারানোর শোকে আত্মহত্যার পথ বেছে নেন তাঁর বাবা-মাও৷ এই ঘটনার পরই গ্রাম প্রধানের পদ ছেড়ে দেন সিসোদিয়া৷ তাঁর বিশ্বাস, গ্রামের কোনও অশরীরী বা অশুভ-শক্তি এসব ঘটাচ্ছে৷ ক্রমাগত মানুষকে প্রাণ হননের পথ বেছে নিতে বাধ্য করছে এই কু-শক্তি৷ কারণ অনেক চেষ্টা করেও আত্মহত্যা আটকাতে পারেননি গ্রামবাসীরা৷
বিজ্ঞানীদের মতে কৃষকরা জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করার ফলেই মানুষের আত্মহত্যার প্রবণতা বাড়ছে৷ কিন্তু সরকারিভাবে এর কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি৷
শুধু বাড়িই নয়, এমন অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছে কানাডা আটাওয়াপিসক্যাট সম্প্রদায়ের মানুষও৷ গত বছর সেপ্টেম্বর থেকে সেখানে আত্মহত্যা করেছেন ১০০-জনেরও বেশি মানুষ৷ পরিস্থিতি সামাল দিতে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছিল৷
সাবধান! মধ্যপ্রদেশ গেলে ভুল করেও বাড়ির দিকে পা বাড়াবেন না৷ কে বলতে পারে…

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ