Advertisement
Advertisement

Breaking News

অর্থনীতিতে আস্থা কমেছে মানুষের, রিপোর্টে দাবি রিজার্ভ ব্যাংকের

মন্দার মার কাটিয়ে উঠতে সরকারকে বেশ খানিকটা বেগ পেতে হবে।

Indians are losing faith in economy, says RBI report
Published by: Monishankar Choudhury
  • Posted:October 7, 2019 9:21 am
  • Updated:October 7, 2019 10:29 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অর্থনীতির হালচালের উপর আস্থা সূচক নেমেছে। সাম্প্রতিক সমীক্ষা রিপোর্টে এমনটাই দাবি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (আরবিআই)। নাগরিকরাই দেশের বাজারে পণ্যের প্রধান ক্রেতা। তাই তাদের আস্থার পরিমাপ করে নিয়মিত দেশের অর্থনৈতিক স্বাস্থ্য পরীক্ষা করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। তা পরিমাপ করা হয় ‘কারেন্ট ইনডেক্স সিচুয়েশন’ (সিসিআই)। দেশের প্রধান শহরগুলির বাসিন্দাদের মতামতের ভিত্তিতে তা নির্ধারণ হয়।

[আরও পড়ুন: হোটেলে একই ঘরে থাকতে পারবেন পুরুষ-মহিলা, পর্যটক টানতে নয়া ঘোষণা সৌদি আরবের]

Advertisement

সংবাদ সংস্থার খবর, আরবিআইয়ের সমীক্ষা রিপোর্টে দাবি, কেন্দ্রে দ্বিতীয় ইউপিএ জমানায়, ২০১৩ সালের ডিসেম্বরে সিসিআই ছিল ৮৮। তার পর থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত ওই সূচক ছিল ঊর্ধমুখী। ১০০-র উপরেই থেকেছে। কিন্তু এই বছরের সেপ্টেম্বরে সেই সূচক নেমে পৌঁছেছে ৮৯.৪-এ।

Advertisement

সূচকের বৃদ্ধি-হ্রাসের ট্রেন্ড দেখাচ্ছে, প্রথম মোদি সরকার ক্ষমতায় আসার পর দেশের অর্থনৈতিক স্বাস্থ্য ও তার ভবিষ্যৎ নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা অনেকটা বেড়ে গিয়েছিল। ২০১৪-র সেপ্টেম্বরে সেই সূচক পৌঁছয় ১০৩.১-এ। ২০১৬-র ডিসেম্বর পর্যন্ত সেই সূচক ১০০-র উপরেই ছিল। কিন্তু ওই বছরেরই নভেম্বরে কেন্দ্র নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর সাধারণ মানুষের প্রত্যাশা কমতে শুরু করে। সেই পরিস্থিত চলেছিল আড়াই বছর। আবার ৩০ মাস পর এ বছর লোকসভা ভোটের আগে, মার্চে সেই সূচক বেড়ে পৌঁছয় ১০৪.৬-এ। কিন্তু দেখা যাচ্ছে, মে মাস থেকেই তা আবার নামতে শুরু করে। গত মে মাসে সূচক ছিল ৯৭.৩। জুলাইয়ে তা আরও কমে হয় ৯৫.৭। যা সেপ্টেম্বরে আরও নেমে পৌঁছেছে ৮৯.৪-এ। অর্থনীতিবিদরা মনে করছেন, মুখে পরিস্থিতি স্বাভাবিক থাকার কথা বললেও, মন্দার মার কটিয়ে উঠতে সরকারকে বেশ খানিকটা বেগ পেতে হবে। ফলে ভবিষ্যতে আরও কর ছাড়ের কথা ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী। 

[আরও পড়ুন: দুই রাজ্যে ভোটের মুখে ব্যাংককে ছুটি কাটাতে গেলেন রাহুল, ধন্দে দল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ