Advertisement
Advertisement

স্বাধীনতা দিবসের আগে রাজধানীর নিরাপত্তায় নামছে দেশের প্রথম মহিলা SWAT টিম

দলের মহিলাদের শেখানো হয়েছে 'কার্ভ মাগা' নামের একটি যুদ্ধকৌশলও।

India's first all-woman Special Weapons and Tactics (SWAT) team for anti terrorist operations.
Published by: Tanujit Das
  • Posted:August 11, 2018 9:47 am
  • Updated:August 11, 2018 9:49 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজধানীর নিরাপত্তায় ময়দানে নামছে স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ প্রমীলা বাহিনী৷ কেন্দ্র্রের সহায়তায় দেশের প্রথম মহিলা পরিচালিত স্পেশ্যাল ওয়েপন অ্যান্ড ট্যাকটিস টিম (SWAT) তৈরি করল দিল্লি পুলিশ৷ শুক্রবার এই বাহিনীর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ জানান, মাওবাদী দমন থেকে শুরু করে নিরাপত্তা ক্ষেত্রে পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করবে এই প্রমীলারা৷

[কেরলের বন্যায় উত্তরোত্তর বাড়ছে মৃতের সংখ্যা, উদ্ধারকাজে নামল নৌসেনা]

Advertisement

জানা গিয়েছে, টিমে রয়েছেন মোট ৩৬ জন মহিলা৷ যাঁদের মধ্যে ১৩ জন আসমের, বাকিরা অরুণাচল প্রদেশ, মণিপুর ও সিকিমের৷ দীর্ঘ পনেরো মাস ধরে তাঁদের কঠোর ট্রেনিংয়ের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ সংবেদন থেকে অতি সংবেদনশীল এলাকায় শত্রুর মোকাবিলা করা থেকে শুরু করে, সন্ত্রাস দমন অভিযান চালানোর মতো বিভিন্ন ধরনের রণকৌশল শেখানো হয়েছে তাঁদের৷ সূত্রের খবর, কেবলমাত্র দেশীয় পদ্ধতিতেই শত্রুকে ঘায়েল করবে না এই প্রমীলা বাহিনী, তাঁদের শেখানো হয়েছে ইজরায়েলি সেনার ‘কার্ভ মাগা’ নামের একটি যুদ্ধকৌশলও। বাহিনীর প্রত্যেকের কাছে থাকবে এমপি-৫ সাবমেশিন গান ও গ্লক-২১ পিস্তল৷

Advertisement

[ম্যাচ খেলে ফেরার পথে বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন চার ফুটবলার]

দিল্লি পুলিশ সূত্রে খবর, এই সম্পূর্ণ পরিকল্পনার পিছনে রয়েছেন দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়ক৷ স্বরাষ্ট্র মন্ত্রকের সহায়তায় এই বিশেষ বাহিনী তৈরি করেছে দিল্লি পুলিশ৷ শুক্রবার তাঁদের শুভেচ্ছা জানান স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ জানান, স্বাধীনতা দিবসে আগে থেকেই কাজ শুরু করবে এই প্রমীলা বাহিনী৷ লালকেল্লা, ইন্ডিয়া গেটের মতো অতি স্পর্শকাতর স্থানে নিয়োগ করা হবে এঁদের৷ এছাড়া মাও অধ্যুষিত এলাকাতেও কাজ করবেন এই বাহিনীর মহিলারা৷ থাকছে বিভিন্ন ভিভিআইপি-র নিরাপত্তার দায়িত্ব৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ