Advertisement
Advertisement

Breaking News

দেশে চালু হল প্রথম রূপান্তরকামীদের স্কুল

দৈনিক লেখাপড়ার পাশাপাশি এই স্কুলে পড়ুয়াদের অর্গানিক ফার্মিংও শেখানো হবে৷

India’s first transgender school opened in Kochi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 31, 2016 5:59 pm
  • Updated:December 31, 2016 5:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ এগোচ্ছে৷ পাল্টাচ্ছে মানুষের ভাবনাচিন্তা৷ আর তাই বছর শেষে রূপান্তরকামীদের উন্নয়নের স্বার্থে খুলে গেল স্কুল৷ কোচিতে রূপান্তরকামীদের জন্য প্রথম স্কুল খুললেন রূপান্তরকামী সমাজকর্মী কল্কি সুব্রহ্মণম৷ শুক্রবার সহজ ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধন হয়৷

দেশের অন্যান্য মুক্ত বিদ্যালয়গুলির ধাঁচেই এই বিদ্যালয়ে লেখাপড়া হবে বলে জানা গিয়েছে৷ ১০ জন রূপান্তরকামী পড়ুয়াকে নিয়েই এই স্কুল চালু হয়েছে৷ নতুন এই বিদ্যালয়ে পড়ুয়াদের জন্য রয়েছে আবাসনের ব্যবস্থাও৷

Advertisement

সহজ ইন্টারন্যাশনাল স্কুলে পড়ুয়াদের পাশাপাশি শিক্ষকরাও রূপান্তরকামী৷ ইতিমধ্যে স্কুলে পড়াতে শুরু করেছেন ছয় জন রূপান্তরকামী শিক্ষক৷ এঁরা প্রত্যেকেই ট্রান্স ইন্ডিয়া ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত৷ দৈনিক লেখাপড়ার পাশাপাশি এই স্কুলে পড়ুয়াদের অর্গানিক ফার্মিংও শেখানো হবে বলে জানা গিয়েছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ