Advertisement
Advertisement

শত্রু নিধনে ভারতীয় সেনার হাতে অমোঘ ‘বজ্র’

"শান্তির জন্য শক্তির প্রয়োজন।"

India's  K-9 Vajra gun to wreck havoc on enemy
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 31, 2017 9:01 am
  • Updated:December 23, 2019 5:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বে ক্রমশ বাড়ছে আধিপত্যের লড়াই। পরমাণু শক্তিতে বলীয়ান হয়ে আমেরিকার মতো মহাশক্তিদের আজ চ্যালেঞ্জ জানাচ্ছে খুদে উত্তর কোরিয়াও। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আফ্রিকার অজানা দেশ, সর্বত্রই অস্থির অবস্থা। এমন পরিস্থিতিতে ঘোলা জলে মাছ ধরতে তৈরি সুযোগসন্ধানী বেশ কিছু দেশ। তার মধ্যে রয়েছে চিন ও পাকিস্তান। সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ভারতের দ্রুত অগ্রগতিতে বাধা দেওয়ার কোনও সুযোগ হাতছাড়া করে না দুই প্রতিবেশী রাষ্ট্র। তবে ১৯৬১ ও ১৯৯৯ থেকে শিক্ষা নিয়েছে ভারত। শান্তির জন্য শক্তির প্রয়োজন, সেটা বিলক্ষণ বুঝেছে নয়াদিল্লি। তাই এবার ভারতীয় সেনাকে আরও ঘাতক করে তুলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

[বাংলাদেশের মৌলভীবাজার শেষ ‘অপারেশন হিটব্যাক’, নিকেশ ৮ জঙ্গি]

যুদ্ধ শুরু হলে, শত্রুপক্ষকে নাস্তানাবুদ করতে এবার ভারতীয় সেনার হাতে আসতে চলেছে ‘বজ্র’ নামের কামান। সেনা সূত্রে খবর, এক বিদেশি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই কামান তৈরি করবে ভারতীয় সংস্থা L&T। এরকম ১০০টি ‘বজ্র’ কামান ৪,২০০ কোটি টাকার বিনিময়ে কিনবে সেনা। আগামী তিনবছরের মধ্যে সেনার হাতে তুলে দেওয়া হবে এই কামানগুলি। প্রায় ৪৫ কিলোমিটার পাল্লা পর্যন্ত গোলাবর্ষণ করতে পারে ‘K-9 Vajra-T’ বা ‘বজ্র’। ১৫৫ এমএম ও ৫২ ক্যালিবারের এই কামানকে বয়ে নিয়ে যেতে হয়না। এর বিশেষত্ব হচ্ছে, ট্যাঙ্কের মতো এই কামান যে কোনও জায়গায় যেতে পারে। ২০১৫ সালেই ১৫৫ এমএম-এর বেশ কয়েকটি কামানের মূল্যায়ন করে সেনা। সেখান থেকে বেছে নেওয়া হয় বজ্র’কে। উল্লেখ্য, ২০১৬ সালে আমেরিকার কাছ থেকে ১৪৫টি আলট্রা-লাইট কামান কেনার চুক্তিতে স্বাক্ষর করে ভারত।

Advertisement

[১২৮টি নতুন রুটে সস্তায় বিমানে চড়ার সুযোগ আনল কেন্দ্র]

সেনা সূত্রে খবর, ২০২৭ সলের মধ্যে প্রায় ২৮০০টি কামান কিনতে চলেছে ভারতীয় সেনা। চিন ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতায় অশনি সঙ্কেত দেখছে ভারত। সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, চিন ও পাকিস্তান সীমান্তে একই সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে সেনা। সম্প্রতি, পাকিস্তান সীমান্তে ইজরায়েল থেকে কেনা ‘স্পাইডার’ মিসাইল সিস্টেম মোতায়েন করেছে ভারত। এছাড়াও, ভারত মহাসাগরে চিনা রণতরীর আনাগোনায় শঙ্কিত দিল্লি আমেরিকা, ভিয়েতনাম ও জাপানের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়ে চলছে।

[বছর ঘুরলেও ঘুরে দাঁড়াতে পারল না ‘অভিশপ্ত’ বিবেকানন্দ উড়ালপুল]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement