Advertisement
Advertisement

Breaking News

ভারত-পাক গুলির লড়াইয়ে মৃত দুই শিশু

অন্যদিকে, আর এস পুরা সেক্টরে পাকিস্তানের গুলির আঘাতে নিহত বিএসএফের প্রধান কনস্টেবল সুশীল কুমার৷

Indo-pak cross firing killed a 8 year old boy
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 24, 2016 5:12 pm
  • Updated:October 24, 2016 5:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিক সীমান্তে রাতভর গুলির লড়াইয়ে মৃত্যু হল দুই শিশুর৷ আহত দুই দেশের বেশ কয়েকজন নাগরিক৷

পুলিশ সূত্রের খবর, রবিবার মধ্যরাতে কানাচক সেক্টরে পাক রেঞ্জার্সের গুলিতে প্রাণ হারায় ওই এলাকার ৮ বছরের এক বালক৷ আহত আরও চারজন৷ এই তথ্য প্রকাশ হওয়ার পর পাকিস্তানের তরফ থেকে জানানো হয়েছে, এই গুলির লড়াইয়ে পাকিস্তানের ১ বছরের এক শিশু-সহ মৃত্যু হয়েছে আরও দুজন নাগরিকের৷ আহত প্রায় সাত৷

Advertisement

এছাড়াও বিএসএফ সূত্রে খবর, জম্মুর আর এস পুরা সেক্টরে ফের রবিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনা৷ পাকিস্তানের গুলির আঘাতে নিহত বিএসএফের প্রধান কনস্টেবল সুশীল কুমার৷

Advertisement

ইতিমধ্যেই উরি আক্রমণের পর বেশ কয়েকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক সেনা৷ এই আচরণের পরিপ্রেক্ষিতে বিএসএফের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয় পাকিস্তানকে৷ জানানো হয়, যেকোনও হামলার জন্য প্রস্তুত বিএসএফ জওয়ানরা৷ যোগ্য জবাব দেবেন পাকিস্তানি সেনাদের৷ কিন্তু সেই হুঁশিয়ারি উপেক্ষা করেই রবিবার ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ