Advertisement
Advertisement

Breaking News

Mukesh Ambani

জানেন আম্বানির চালকের বেতন কত? শুনলে লজ্জায় পড়বেন বড় কর্পোরেট সংস্থার কর্মীরাও

ভারতে সবচেয়ে দামি গাড়িটি রয়েছে মুকেশের গ্যারেজেই।

Industrialist Mukesh Ambani’s driver earns more than many working in MNCs | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:March 4, 2023 6:10 pm
  • Updated:March 4, 2023 6:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ বছর ধরে এশিয়ার ধনীতম ব্যক্তি তিনি। বিশ্বসেরা ধনকুবেরদের তালিকাতেও গত একদশক ধরে প্রথমসারিতে। একটি পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, গত কয়েক বছরে মুকেশ আম্বানির (Mukesh Ambani) গড় দৈনিক আয় ১৭০ কোটি টাকা। মোট সম্পদের পরিমাণ ৭,১৮,০০০ কোটি টাকা। সেই আয় ক্রমশ বেড়ে চলেছে। এমন ধারা উপার্জন হলে বিলাসবহুল গাড়ির শৌখিনতা স্বাভাবিক।

একটি সূত্র বলছে, ভারতে সবচেয়ে দামি গাড়িটি রয়েছে মুকেশের গ্যারেজেই। যার আনুমানিক মূল্য ১৩ কোটি ১৪ লক্ষ টাকা। এছাড়াও Bentley Bentayga (দাম ৭.৫৬ কোটি), Land Rover Discovery (দাম ১ কোটি ৭৮ লক্ষ), Land Rover Range Rover (দাম ৫২ লক্ষ), Ford Endeavour ( দাম ১.৫৭ কোটি), Land Rover Range Rover Sport (দাম ৩.৪৫ কোটি), BMW X5 (দাম ১.৬৭ কোটি) রয়েছে মুকেশের গাড়ির সংগ্রহে। এতগুলি গাড়ি যখন তখন চালকেরও প্রয়োজন হবে। তা তো আছেই। এক নয়, একাধিক গাড়িচালক সব সময় তৈরি থাকেন মুকেশ ও তাঁর পরিবারের সদস্যদের হুকুম তামিল করতে। এদের মধ্যে মুকেশ আম্বানির ব্যক্তিগত গাড়ি চালকের বেতন জানলে আপনার চোখ কপালে উঠবে। কত টাকা বেতন?

Advertisement

[আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ার যুগে মিথ্যে খবরের ভিড়ে হারাচ্ছে সত্য, মন্তব্য প্রধান বিচারপতির]

আপনি হয়তো ভাবছেন, মানুষটা মুকেশ আম্বানি যখন তখন তাঁর গাড়িচালকের বেতন অন্যদের তুলনায় বেশ কয়েক হাজার টাকা বেশি হবে। ভুল ভাবছেন, হাজারে নয়, লাখে বেতন পান আম্বানির ‘কাছের মানুষ’ গাড়ির চালক। মাসে ২ লক্ষ টাকা পারিশ্রমিক পান তিনি। অর্থাৎ কিনা বছরে আয় ২৪ লক্ষ টাকা। এছাড়াও রয়েছে হাজার রকম সুযোগ সুবিধা। বলা বাহুল্য এই বেতন নামী এমএনসিতে কাজ করা পেশাদারদের থেকেও বেশি। একটি সূত্রের বক্তব্য, ২০১৭ সাল থেকেই মুকেশের গাড়ির চালক এই পরিমাণ বেতন পেয়ে আসছেন। ইদানীং তা আরও বাড়লে অবাক হওয়ার কিছু নেই।

জানা গিয়েছে, আম্বানিদের গাড়ির চালক নিয়োগ করা হয় একটি সংস্থার মাধ্যমে। ওই চালকদের বিশেষ ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। যাতে করে তাঁরা ধনকুবের পরিবারের রাজকীয় জীবন যাপনের সঙ্গে অভ্যস্ত হতে পারেন। বেতন ছাড়াও চালকদের বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হয়, বিমাও করানো হয় শিল্পপতির পরিবারের তরফে।

[আরও পড়ুন: মেঘালয়ে ‘খেলা’ শুরু! ৫ আসন নিয়েই সরকার গড়ার ‘ছক’ তৃণমূলের মুকুল সাংমার]

তবে একা আম্বানির চালকই বড়লোক নয়। বলি তারকা সলমান খান, শাহরুখ খান, অক্ষয়কুমারদের দেহরক্ষীরাও কোটি টাকা উপার্জন করেন। সলমানের দেহরক্ষী শেরার বার্ষিক আয় ২ কোটি টাকা। করিনা কাপুরের সন্তানদের দেখভাল করেন যে আয়া, তাঁর মাস মাইনে ১ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানা গিয়েছে। ওভার টাইম করলে তা ১ লক্ষ ৭৫ টাকা অবধি পৌঁছায়। শাহরুখ, আমিরের দেহরক্ষীরাও কোটিতে আয় করেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement