Advertisement
Advertisement

Breaking News

কেন্দ্রের উদ্বেগ বাড়িয়ে গত চার মাসে সর্বোচ্চ মুদ্রাস্ফীতির হার

মূল্যবৃদ্ধিকে ইস্যুতে জোরদার আন্দোলনের নামার প্রস্তুতি বিরোধী শিবিরে৷

Inflation rate spikes, consumer goods may get dearer

মূল্যবৃদ্ধিকে ইস্যুতে জোরদার আন্দোলনের নামার প্রস্তুতি বিরোধী শিবিরে৷

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 13, 2018 5:11 pm
  • Updated:June 13, 2018 5:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই অস্বস্তিতে পড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এক দিকে জ্বালানি তেলের দাম আকাশ ছুঁয়েছে, তেমনই নেমেছে ডলারের তুলনায় টাকার মূল্য৷ বেশ খানিকটা পড়েছে শেয়ার বাজার৷ লাগাতার তেলের দাম বৃদ্ধি ও ডলারের তুলনায় টাকার পতন দেখে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দেশের অর্থনীতিবিদরা৷ এবার, সেই সেই আশঙ্কাই সত্যি করে প্রকাশিত হল গত চার মাসের সর্বোচ্চ মুদ্রাস্ফীতির সূচক৷ প্রথম চার মাসের প্রকাশিত মুদ্রাস্ফীতির নয়া রিপোর্টকে এবার হাতিয়ার করে প্রচারে ঝড় তুলতে কোমর বাধছে বিরোধী শিবির৷

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত চার মাসের মধ্যে জুনেই সর্বোচ্চ হয়ে দাঁড়াল খুচরো বাজারে মুদ্রাস্ফীতির হার৷ গত মে মাসের  মুদ্রাস্ফীতির হার বেড়ে হয় ৪.৮৭ শতাংশ৷ এপ্রিলে খুচরো বাজারে মুদ্রাস্ফীতির হার ছিল ৪.৫৮ শতাংশ৷ ঘটনাচক্রে গত বছর এপ্রিলে এই হার ছিল অনেকটাই কম৷ ২.১৮ শতাংশ৷ গত বছরের তুলনায় এবছর খুচরো বাজারে মুদ্রাস্ফীতির বৃদ্ধির পরিমাণ প্রায় ২ শতাংশের কাছাকাছি৷

Advertisement
[আচমকা নয়, ট্রেন চলাচল বন্ধ রাখার ঘোষণা এবার থাকবে টাইমটেবলেই]

ব্যক্তিগত উৎপাদন সূচক (আইআইপি) বলছে, গত মে মাসে উৎপাদন বেড়েছে ৫.২ শতাংশ৷ গত দু’মাস আগে যা ছিল  ৪.৫ শতাংশের কাছাকাছি৷ খুচরো বাজারে ২০১৭ সালের তুলনায় উৎপাদন ২.৩ শতাংশ বেড়ে মার্চে দাঁড়িয়েছে ৫.১ শতাংশ৷ চলতি বছরের প্রথম চার মাসে সুদের হার অপরিবর্তিত রেখে মুদ্রাস্ফীতির পরিমাণ কমানোর চেষ্টা করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাংক৷ কিন্তু, লাগাতার জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার জেরেই গত চার মাসের মধ্যে সর্বোচ্চ হয়ে দাঁড়াল খুচরো বাজারে মুদ্রাস্ফীতির হার৷ অর্থনীতিবিদরা মনে করছেন, তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাজারে দাম বেড়েছে ফল ও সবজি-সহ বিভিন্ন খাদ্যদ্রব্যের৷ বুধবার এই রিপোর্টে মনে করা হচ্ছে, আগামী দিনেও একইভাবে দ্রব্যমূল্যের দাম  বাড়তে পারে৷ কারণ, সদ্য বর্ষা ঢুকেছে দেশে৷ বেশি বৃষ্টি হলে ফসলের ক্ষতি হলে বা জ্বালানি তেলের দাম বাড়লে আগামী দিনে খাদ্যপণ্যের দাম আরও বাড়তে পারে৷  আর এতেই নাভিশ্বাস উঠতে শুরু করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের৷ দেশজুড়ে মূল্যবৃদ্ধিকে ইস্যুতে এবার জোরদার আন্দোলনের নামার প্রস্তুতিও শুরু করল বিরোধী শিবির৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ