Advertisement
Advertisement

Breaking News

মুখ পুড়ল পাকিস্তানের, কুলভূষণের ফাঁসিতে স্থগিতাদেশ বিশ্ব আদালতের

কুলভূষণকে নিয়ে আপাতত স্বস্তিতে ভারত৷

International court stays Pakistan's order to execute Kulbhushan Jadhav
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 10, 2017 2:58 am
  • Updated:May 10, 2017 2:58 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আন্তর্জাতিক আসরে মুখ পুড়ল পাকিস্তানের৷ এবার চর সন্দেহে আটক ভারতীয় প্রাক্তন নৌসেনা কুলভূষণ যাদবের ফাঁসির আদেশের উপর স্থগিতাদেশ জারি করল ইন্ট্যারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আইসিজে৷ ভারতের পক্ষে এই সিদ্ধান্ত চরম স্বস্তির৷

চর সন্দেহে আটক করা হয়েছিল কুলভূষণ যাদবকে৷ তিনি ভারতীয় নৌসেনায় কর্মরত ছিলেন৷ অবসর গ্রহণের পর ইরানে ব্যবসার কাজে নিযুক্ত ছিলেন৷ বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও তাঁকে ‘র’-এর এজেন্ট সন্দেহে আটক করা হয় ও  পাকিস্তানের সেনা আদালত তাঁর মৃত্যুদণ্ড ধার্য করে৷ এ ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করে ভারত৷ বারবার পাকিস্তানের কাছে কুলভূষণের খোঁজ জানতে চাওয়া হয়৷ কিন্তু কোনওভাবেই সহযোগিতার হাত বাড়ায়নি পাকিস্তান৷ পুরো বিচার প্রক্রিয়া সম্বন্ধেও ভারতকে অন্ধকারে রাখা হয়৷ যেভাবে কুলভূষণের বিচার হয়েছে, তাতে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে বলেও অভিযোগ তোলে ভারত৷ বলা বাহুল্য তাতে কর্ণপাত করেনি প্রতিবেশী দেশটি৷ উল্টে তাদের অভিযোগ ছিল যে, পাক সেনাকেই বদলা নিতে অপহরণ করেছে ভারত৷

Advertisement

এই পরিস্থিতিতেই গত্যন্তর না দেখে আর্ন্তজাতিক ন্যায়বিচার আদালতের দ্বারস্থ হয় ভারত৷ পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এমন এক অবস্থায় যে, এ নিয়ে সচরাচর ভারত বিশ্ব আদালতে যায় না৷ কিন্তু কুলভূষণের ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়েছে৷ একদিকে দেশের অভ্যন্তরে কুলভূষণকে ফেরানোর দাবি জোরদার হয়েছে৷ অন্যদিকে যেভাবে ভারতের সমস্ত দাবিকে উড়িয়ে দিয়েছিল পাকিস্তান, তাতে আন্তর্জাতিক আসরে অনেকটাই হেয় হতে বসেছিল ভারত৷ এই প্রেক্ষিতেই বিশ্ব আদালতের এই রায়ে ফিরল স্বস্তি৷ কুলভূষণের ফাঁসির সাজার উপর স্থগিতাদেশ জারি হওয়ায় আদতে মুখ পুড়ল পাকিস্তানেরই৷

Advertisement

C_ZuPlpWsAQw1ag

বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, বিশ্ব আদালতের এই নির্দেশ জানানো হয়েছে কুলভূষণের পরিবারকে৷

sushma-swaraj_web

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ