সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি করোনা পরিস্থিতি। বরং দিনের পর দিন বাড়ছে সংক্রমিতের সংখ্যা। পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর হারও। আর সেই কারণেই আপাতত আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু না করার সিদ্ধান্ত নিল কেন্দ্র।
শুক্রবার অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে (DGCA) জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ৩১ আগস্ট রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে আন্তর্জাতিক বিমান পরিষেবা। ভারত থেকে কিংবা ভারতে নিষিদ্ধ আন্তর্জাতিক বিমানের ওঠানামা। যদিও আগের মতোই কার্গো বিমান পরিষেবা চালু থাকবে। তবে কেন্দ্রের তরফে এও জানানো হয়, ইতিমধ্যেই একাধিক দেশে যাওয়ার ক্ষেত্রে ‘ট্রাভেল বাবলস’ তৈরি করেছে ভারত। অর্থাৎ জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকেই অন্য দেশে পৌঁছে যাওয়া যাবে। সেক্ষেত্রে বিশেষ অনুমতি নিয়ে বিমান যাত্রা করতে পারবেন যাত্রীরা।
মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্সের সঙ্গে এই ট্রাভেল বাবলস তৈরি করেছে ভারত। আগামিদিনে ব্রিটেন, কানাডা-সহ আরও কিছু দেশের সঙ্গে এই জৈব সুরক্ষা বলয় তৈরি করে যাত্রীদের সফরের উপযোগী করে তোলা হবে। কেন্দ্রের সমস্ত নিয়ম মেনেই সেক্ষেত্রে সফর করতে হবে।
#FlyAI : For FAQs’ regarding Evacuation Flight booking and Vande Bharat Mission Travel Advisory please click on https://t.co/Gm80INfSo3 . pic.twitter.com/aNsPzSNzMO
— Air India (@airindiain) July 31, 2020
উল্লেখ্য, দেশে করোনার দাপট বৃদ্ধি পেতেই গত ২২ মার্চ বন্ধ করে দেওয়া হয় আন্তর্জাতিক বিমান পরিষেবা। তারপর থেকে মহামারীর জেরে সেই নিষেধাজ্ঞার মেয়াদ বেড়েই চলেছে। যদিও এর মধ্যেই বন্দে ভারত অভিযানে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানো হচ্ছে। চালু হয়েছে আন্তর্দেশীয় বিমান পরিষেবাও। তবে আন্তর্জাতিক সফরের গেট এখনই খুলে দিতে নারাজ কেন্দ্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.