Advertisement
Advertisement

Breaking News

Ajit Doval

‘অজিত ডোভাল আন্তর্জাতিক সম্পদ’, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার প্রশস্তি মার্কিন রাষ্ট্রদূতের

মঙ্গলবারই অজিতের সঙ্গে সাক্ষাৎ হয় মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার।

'International treasure', US Ambassador to India praised NSA Ajit Doval। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:June 14, 2023 11:15 am
  • Updated:June 14, 2023 11:16 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে (Ajit Doval) প্রশস্তিতে ভরিয়ে গিলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। অজিতকে ‘আন্তর্জাতিক সম্পদ’ বলে বর্ণনা করলেন তিনি। উত্তরাখণ্ডের এক সাধারণ গ্রাম্য বালক থেকে ডোভালের এই পর্যায়ে উত্তরণের কথা বলতে গিয়েই তিনি বলেন, ”ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কেবল জাতীয় সম্পদই নন। তিনি আন্তর্জাতিক সম্পদ।”

দিল্লিতে আইসিইটি বৈঠকে অংশ নিয়েছিলেন এরিক। সেখানে ডোভালের প্রশংসার পাশাপাশি তাঁকে বলতে শোনা যায়, ”ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্কের ভিতের দিকে তাকালে বুঝতে পারি তা কতটা মজবুত। ভারতীয়রা মার্কিনদের ভালবাসেন। আর মার্কিনরাও ভারতীয়দের ভালবাসেন।” ভারতের ডিজিটাল লেনদেন সম্পর্কেও উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। এদিকে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান দু’দিনের ভারত সফরে এসেছেন। মঙ্গলবারই অজিতের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ২২ জুন আমেরিকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। সেই সফরের আগেই এদেশে এলেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা।

Advertisement

[আরও পড়ুন: মুসলিম তরুণীকে প্রেমের নৃশংস ‘শাস্তি’! যুবককে খুন করে আট টুকরো করা হল দেহ]

উল্লেখ্য, ডোভাল ১৯৬৮ সালে আইপিএসে যোগ দেন। তিনি আইবি’র গুপ্তচর হিসেবে পাকিস্তানে ছিলেন। পাঞ্জাবে বিদ্রোহ বিরোধী অভিযানেও সক্রিয়ভাবে জড়িত ছিলেন তিনি। ২০০৪-০৫ সালে আইবি’র পরিচালকের দায়িত্বগ্রহণ করেন তিনি। ২০১৪ সালের ৩০ মে তিনি ভারতের পঞ্চম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন।

Advertisement

[আরও পড়ুন: অজান্তে যৌনকর্মীর সঙ্গে লিভ-ইন! আত্মহত্যার চেষ্টা ‘দ্য কপিল শর্মা শো’-এর অভিনেতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ