Advertisement
Advertisement
Meerut

ভিনধর্মে প্রেম, মিরাটের রাস্তায় বোনকে নৃশংস খুন দাদার, ভাইরাল হাড়হিম ভিডিও

রাস্তায় দাঁড়িয়ে মজা দেখল পথচলতি জনতা, সাহায্যে এগিয়ে এল না কেউ।

Interreligious relationship, brother kill his sister in Meerut

প্রতীকী ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:August 8, 2024 7:32 pm
  • Updated:August 8, 2024 7:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অনার কিলিং উত্তরপ্রদেশে। ভিনধর্মের ছেলের সঙ্গে প্রেম করার ‘অপরাধে’ ভরদুপুরে রাস্তায় নিজের বোনকে খুন করল দাদা। ভয়াবহ এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটে। ঘটনায় সময় পথচলতি মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল গোটা ঘটনা। বাঁচাতে এগিয়ে এল না কেউ। হাড়হিম সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।

জানা গিয়েছে, মিরাটের নাগলা শেখু এলাকার বাসিন্দা ১৬ বছর বয়সি ওই কিশোরীর নাম আম্রেশা। স্থানীয় এক হিন্দু যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে সে। সে কথা জানতে পেরে মেয়েটির অন্যত্র বিয়ের ঠিক করে পরিবার। তবে বিয়ে করতে কোনওমতে রাজি ছিল না কিশোরী। নাছোড় পরিবারের সঙ্গে বুধবার সকালে ব্যাপক কথা কাটাকাটি হয় কিশোরীর। রীতিমতো ঝগড়ার পর বাড়ি ছেড়ে বেরিয়ে যায় সে। এর পর কিশোরীর পিছু নেয় তার দাদা হাসিন। ভর দুপুরে মাঝ রাস্তায় বোনের গলা টিপে খুন করে অভিযুক্ত।

Advertisement

[আরও পড়ুন: আপাতত তোলা যাবে না এক লক্ষের বেশি টাকা! কেন সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাঙ্কের?]

এই ঘটনা যখন ঘটে ঠিক সেই সময়ে একাধিক পথচলতি মানুষ সেখানে উপস্থিত ছিলেন তবে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। পাশে এক বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে গোটা ঘটনার ভিডিও রেকর্ড করতে দেখা যায় এক ব্যক্তিকে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে কিশোরীর দাদা তার গলা টিপে ধরেছে অনেকে মিলে দাঁড়িয়ে দেখছে গোটা ঘটনা। কিশোরীর মৃত্যুর পর প্রায় ২০ মিনিট ধরে ওভাবেই পড়ে থাকে দেহ।

[আরও পড়ুন: সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, মানলেন ইউনুস, শান্তি ফেরানোর আশ্বাস নোবেলজয়ীর]

শেষে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। গোটা ঘটনার তদন্তে নেমে মৃত কিশোরীর দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement