Advertisement
Advertisement
PM Modi

SCO বৈঠকে যোগ দিতে ইসলামাবাদে যাবেন মোদি? পাক আমন্ত্রণ নিয়ে মুখ খুলল বিদেশমন্ত্রক

সচরাচর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি SCO শীর্ষ সম্মেলনগুলিতে যোগ দেন। তবে এ বছর কাজাখস্থানে ওই বৈঠকে যোগ দেননি মোদি।

Is PM Modi Visiting Pakistan For SCO Summit? MEA’s Response
Published by: Subhajit Mandal
  • Posted:August 31, 2024 2:50 pm
  • Updated:August 31, 2024 2:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। সরকারিভাবে সেই আমন্ত্রণপত্রের প্রাপ্তি স্বীকার করল নয়াদিল্লি। শুক্রবার বিদেশমন্ত্রকের সাংবাদিক সম্মেলনে জানানো হল, “এসসিও-র বৈঠকের জন্য আমরা পাকিস্তান থেকে আমন্ত্রণপত্র পেয়েছি।”

অক্টোবরে ইসলামাবাদে অনুষ্ঠিত হবে SCO দেশগুলির রাষ্ট্রনেতাদের বৈঠক। প্রথামাফিক ওই বৈঠকে যোগ দিতেই মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তানের তরফে। প্রশ্ন হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই বৈঠকে যোগ দিতে ইসলামাবাদে যাবেন কিনা? বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এখনই তাঁর স্পষ্ট কোনও জবাব দিতে পারেননি। তাঁর বক্তব্য, “এসসিও-র বৈঠকের জন্য আমরা পাকিস্তান থেকে আমন্ত্রণপত্র পেয়েছি। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত হওয়ার পরই জানিয়ে দেওয়া হবে।”

Advertisement

[আরও পড়ুন: ‘আপনাদের মেয়ে সঙ্গে আছে’, শম্ভু সীমান্তে কৃষকদের অবস্থানে যোগ দিয়ে বক্তব্য ভিনেশের]

সচরাচর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি SCO শীর্ষ সম্মেলনগুলিতে যোগ দেন। তবে এ বছর কাজাখস্থানে ওই বৈঠকে যোগ দেননি মোদি। ওই সময় দেশে সংসদের অধিবেশন চলছিল বলে মোদি নিজে না গিয়ে বৈঠকে পাঠান বিদেশমন্ত্রী এস জয়শংকরকে। যদিও মোদির ওই বৈঠকে যোগ না দেওয়ার নেপথ্যে ভারত-চিন সম্পর্কের টানাপোড়েন কাজ করেছে বলে মনে করা হয়।

[আরও পড়ুন: আজ ডুরান্ড ফাইনাল, ফুটছে মোহনবাগান, চ্যাম্পিয়ন হওয়া নিয়ে আশাবাদী মলিনা]

নয়াদিল্লির কূটনৈতিক মহল মনে করেছে, ভারত-পাক সম্পর্ক বর্তমানে যে পরিস্থিতিতে রয়েছে, তাতে মোদির ইসলামাবাদ সফরে যাওয়ার সম্ভাবনা বিশেষ নেই। তবে বৈঠকে ভারত প্রতিনিধি পাঠাবে। নয়াদিল্লির প্রতিনিধি হিসাবে SCO বৈঠকে যোগ দিতে পারেন বিদেশমন্ত্রী বা বিদেশ সচিব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement