Advertisement
Advertisement

বুধবার ইতিহাস গড়বে ইসরো, মহাকাশে যাবে ২০টি উপগ্রহ

১৯টি উপগ্রহ সমেত এই PSLV-C34-র ওজন হবে মোট ১,২৮৮ কিলোগ্রাম৷ পুরো মিশন সম্পূর্ণ হতে মাত্র ২৬ মিনিট সময় লাগবে বলে দাবি ভারতীয় বিজ্ঞানীদের৷

Isro Begins 48-Hour Countdown for Record Satellite Launch on Wednesday
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 20, 2016 2:48 pm
  • Updated:April 19, 2022 3:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  আর মাত্র কয়েক ঘণ্টা৷ তারপরই ইতিহাস সৃষ্টি করবে ইসরো৷ একই সঙ্গে ২০টি স্যাটেলাইট যাত্রা করবে মহাকাশের উদ্দেশ্যে৷ অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে বুধবার সকাল ৯.২৬ মিনিটে উৎক্ষেপণ হবে উপগ্রহগুলির৷

১৯টি উপগ্রহ সমেত এই PSLV-C34-র ওজন হবে মোট ১,২৮৮ কিলোগ্রাম৷ পুরো মিশন সম্পূর্ণ হতে মাত্র ২৬ মিনিট সময় লাগবে বলে দাবি ভারতীয় বিজ্ঞানীদের৷ উপগ্রহগুলির মধ্যে তিনটি তৈরি এদেশেই৷ তার মধ্যে দুটি তৈরি করেছেন দেশের দুই ছাত্র৷ বাকিগুলো আনা হয়েছে কানাডা, জার্মানির মতো বিভিন্ন দেশ থেকে৷

Advertisement

এগুলির মধ্যে কার্টোসাট উপগ্রহটি শহর, শহরতলি, গ্রাম ও উপকূল এলাকার ভূমি ও জল বন্টনের সার্বিক চিত্র তুলে ধরবে৷ সত্যভামা বিশ্ববিদ্যালয়ের তৈরি ‘সত্যভামাস্যাট’ উপগ্রহটি গ্রিন হাউস গ্যাসের তথ্য সংগ্রহ করবে৷ হ্যাম রেডিও সিগন্যাল দেবে পুনের ইঞ্জিনিয়ারিং কলেজের তৈরি স্বয়ম স্যাটেলাইট৷

মহাকাশবিদ্যায় ভারতের অগ্রগতিতে একের পর এক সাফল্যে পৌঁছেছে ইসরো৷ উৎক্ষেপণের এই নতুন রেকর্ড নিঃসন্দেহে সেই অগ্রগতিতে একটি মাইলফলক হয়ে থাকবে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement