Advertisement
Advertisement

Breaking News

২০ উপগ্রহের সফল উৎক্ষেপণ, ইসরোকে অভিনন্দন রাষ্ট্রপতির

একযোগে ২০টি উপগ্রহকে মহাকাশে পাঠিয়ে নয়া রেকর্ড গড়ল ইসরো৷

isro-set-for-record-launch-plans-20-satellites-in-orbit
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 22, 2016 11:50 am
  • Updated:August 21, 2020 3:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একযোগে ২০টি উপগ্রহকে মহাকাশে পাঠিয়ে নয়া রেকর্ড গড়ল ইসরো৷ বুধবার অন্ধপ্রদেশের শ্রীহরিকোটা থেকে হল উপগ্রহের সফল উৎক্ষেপণ৷ ইসরোর এই নজিরবিহীন সাফল্যকে অভিনন্দন রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রীর৷

মহাকাশবিদ্যায় ভারতের অগ্রগতিতে একের পর এক সাফল্যে পৌঁছেছে ইসরো৷ এর আগে ২০০৮ সালে একটিই মিশনে ইসরোর তরফে মোট দশটি স্যাটেলাইটকে মহাকাশে পাঠানো হয়েছিল৷ এখনও পর্যন্ত সেটাই ছিল রেকর্ড৷ এবার তা ভেঙে তৈরি হল নয়া রেকর্ড৷  মহাকাশে পাঠানো হল একযোগে ২০টি উপগ্রহ৷ এই উপগ্রহগুলির মধ্যে তিনটি তৈরি এদেশেই৷ তার মধ্যে দুটি তৈরি করেছেন দেশের দুই ছাত্র৷ বাকিগুলো আনা হয়েছে কানাডা, জার্মানির মতো বিভিন্ন দেশ থেকে৷ প্রযুক্তিগত নানারকম পরীক্ষার কাজ একই সঙ্গে করতে চান বিজ্ঞানীরা৷ আর তাই একসঙ্গে এতগুলো উপগ্রহ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হল৷ বুধবার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফল উৎক্ষেপণের খবর নিশ্চিত করল  ইসরো৷

Advertisement

ইসরোর সাফল্যে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর সকলেই৷ দেশের বিজ্ঞানীদের এদিন ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী৷ জানান, মহাকাশবিজ্ঞানে ভারতের অভূতপূর্ব অগ্রগতির বিজ্ঞানীদের কৃতিত্বেই৷ একযোগে ২০ উপগ্রহের উক্ষেপণকে তাই ‘ব্রিলিয়ান্ট’ মুহূর্ত বলে আখ্যা দিলেন মোদি৷

Advertisement

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ