Advertisement
Advertisement

উৎক্ষেপণের খরচ কমানোর পরীক্ষায় সাফল্য ইসরোর

আমেরিকা ও অষ্ট্রেলিয়ার সঙ্গে এর ফলে এক সারিতে বসল ভারত৷

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 28, 2016 12:07 pm
  • Updated:August 28, 2016 12:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপগ্রহ উক্ষেপণের খরচ কমানোর পরীক্ষায় সাফল্য পেল ইসরো৷ রবিবার বিশেষ ‘স্ক্রামজেট’ রকেট উৎক্ষেপণ করা হল যা জ্বালানি পোড়ানোর ক্ষেত্রে বাতাসের অক্সিজেন ব্যবহার করতে পারে৷ মিনিট পাঁচেকের পরীক্ষায় সফল হল উপগ্রহের উড়ান৷ এর ফলে আমেরিকা ও অষ্ট্রেলিয়ার সঙ্গে এক সারিতে বসল ভারত৷

চিরাচরিত প্রথা অনুযায়ী রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে জ্বালানি ও অক্সিডাইজার থাকে৷ এই পদ্ধতিতে রসদ পেয়েই উড়ে যেত উপগ্রহ৷ তাতে খরচও হত বেশি৷ খরচ কমানোর জন্য এবার বাতাসের অক্সিজেনকেই জ্বালানি পোড়ানোর কাজে ব্যবহার করার কথা ভাবা হয়৷ এয়ার-ব্রিদিং প্রপালশন টেকনোলজির মাধ্যমে তা করা সম্ভব৷ শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে তৈরি এই এই বিশেষ উপগ্রহে সে প্রযুক্তি ব্যবহার করেই সাফল্য মিলেছে৷ মিনিট পাঁচেকের উড়ানে উপগ্রহটি জানান দিয়েছে, এবার উৎক্ষেপণের খরচ অনেকটাই কমানো সম্ভব৷ বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী, খরচ কমবে প্রায় ১০ গুণ৷ এছাড়া ওজন কম হওয়ার দরুণ উপগ্রহের গতি ও কর্মক্ষমতাও অনেক বৃদ্ধি পাবে৷

Advertisement

এতদিন পর্যন্ত এই সাফল্যের ভাগীদার ছিল শুধু আমেরিকা ও অষ্ট্রেলিয়া৷ মহাকাশ বিজ্ঞানে সাফল্যের নিরিখে এই এলিট ক্লাবে যোগ হল ভারতের নামও৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement