Advertisement
Advertisement

দেশ জুড়ে ইন্টারনেটের গতি বাড়াতে এই পদক্ষেপ নিল ISRO

হর ঘর ইন্টারনেট...

Isro to launch new statellite to increase the speed of internet
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 21, 2017 4:49 am
  • Updated:May 21, 2017 4:49 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার নিরিখে আমেরিকাকেও পিছিয়ে ফেলে দিয়েছে ভারত৷ এখন চিনের পরই সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারকারীর বাস এদেশেই৷ কিন্তু ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও, বাড়েনি ইন্টারনেটের স্পিড৷ আমেরিকা বা চিনই শুধু নয়, এশিয়ার অনেক দেশেই যত দ্রুত ইন্টারনেট ব্যবহার করা যায়, এদেশে তা করা যায় না৷ তবে এবার সে অবস্থা পরিবর্তন ঘটতে চলেছে৷ ভারতেও মিলবে দ্রুত ইন্টারনেটের সুবিধা৷ সৌজন্যে ইসরো৷

[১৬ বছর জেলে কাটিয়ে মুক্তি পেলেন ‘নির্দোষ’ জম্মু-কাশ্মীরের যুবক]

Advertisement

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইসরোর চেয়ারম্যান কিরণ কুমার জানিয়েছেন, খুব তাড়াতাড়ি জিস্যাট ১৯, জিস্যাট ১১ ও জিস্যাট ২০ নামে তিনটি নতুন কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে ইসরো৷ এই স্যাটেলাইটগুলি অনেক উচ্চ-তরঙ্গযুক্ত সিগন্যাল পাঠাতে সক্ষম৷ যার জেরে ভারতে ইন্টারনেটের স্পিড যেমন বাড়বে, তেমনই ইন্টারনেটের মাধ্যমে আরও দ্রুত যোগাযোগ করাও সম্ভব হবে৷ জানা যাচ্ছে, এখন যে স্যাটেলাইটের মাধ্যমে ভারতে ইন্টারনেট পরিষেবা চলে, সেই স্যাটেলাইটগুলি একসঙ্গে বিস্তীর্ণ এলাকায় সিগন্যাল পাঠায়৷ কিন্তু উন্নত প্রযুক্তির নতুন স্যাটেলাইটগুলি ছোট ছোট এলাকায় বারবার উচ্চ-তরঙ্গযুক্ত সিগন্যাল পাঠাতে সক্ষম৷

Advertisement

[ছাড়া পেলেন সুদীপ, বিকেলেই কলকাতায় ফিরতে পারেন সাংসদ]

আমেদাবাদের স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের ডিরেক্টর তপন মিশ্র জানিয়েছেন, নতুন এই স্যাটেলাইটগুলি চালু হয়ে গেলে, ভারতে ইন্টারনেট, ফোন ও ভিডিও পরিষেবার গুনগত মানও বাড়বে৷ জিস্যাট স্যাটেলাইট যেখানে প্রতি সেকেন্ডে ওয়ান গিগাবাইট ইন্টারনেট পরিষেবা দেয়, সেখানে নতুন জিস্যাট ১৯ স্যাটেলাইট প্রতি সেকেন্ড ৪ গিগাবাইট করে ইন্টারনেট পরিষেবা দেবে৷

ভারতে এখন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা হু-হু করে বাড়ছে৷ চলতি বছরের জুনেই ভারতে ইন্টারনেট ব্যবহারীর সংখ্যা  ৪৫০  থেকে ৪৬৫ মিলিয়নে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে৷ কিন্তু ভারতে ইন্টারনেটে স্পিড গড়ে মাত্র ৪.১ এমবিপিএস৷ যেখানে চিনে ইন্টারনেট স্পিড গড়ে ৫.৭ এমবিপিএস৷ দক্ষিণ কোরিয়ায় ২৬.৩ এমবিপিএস, হংকং-এ ২০ এমবিপিএস৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ