Advertisement
Advertisement

৫০০ কোটির বিয়েতে হানা আয়কর দফতরের

জনার্দন রেড্ডির মেয়ের বিয়েতে দায়িত্বপ্রাপ্ত দশটি সংস্থায় খোঁজখবর আয়কর দফতরের৷

IT raid at former bjp leader janardhan reddy’s office
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 21, 2016 8:01 pm
  • Updated:November 21, 2016 8:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ঘটা করে মেয়ের বিয়ের আয়োজন করেছিলেন৷ এক দুই নয়, খরচ হয়েছে ৫০০ কোটি৷ মেয়ের বিয়ের জন্য তৈরি হয়েছিল গোটা একটা গ্রাম৷ কী ছিল না সেখানে৷ এলইডি কার্ডে নিমন্ত্রণ পত্র পেয়েই চোখ ধাঁধিয়ে গিয়েছিল নিমন্ত্রিতদের৷ বাকি যেটুকু তাক লাগানোর ছিল, তার পুরোটাই হয়েছে বিয়ের অনুষ্ঠানে৷ মেয়ের বিয়েতে কিছুই দিতে বাকি রাখেননি কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন বিজেপি নেতা জনার্দন রেড্ডি৷ শুধু চাঁদটাই যা এনে দিতে পারেননি৷ প্রশ্নটা সেখানে নয়৷ প্রশ্ন হল এত টাকা? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই বিজেপি নেতার অফিসে হানা দিল আয়কর দফতর৷

জনার্দন রেড্ডির মেয়ের বিয়েতে দায়িত্বপ্রাপ্ত দশটি সংস্থায় সোমবার খোঁজ খবর চালায় আয়কর দফতর৷ যার মধ্যে রয়েছে বিয়ের দায়িত্বে থাকা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, ক্যাটারিং ও মাল্টি মিডিয়া কোম্পানিও৷ সূত্রের খবর, জনার্দন রেড্ডির মেয়ে ব্রাহ্মণীর বিয়ের দায়িত্বে ছিল হায়দরাবাদে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি৷ সূত্রের খবর, সমস্ত রিপোর্ট হাতে পাওয়ার পর দায়িত্বপ্রাপ্ত ওই ইভেন্ট কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসবই থেকে শুরু করে সমস্ত নথি খতিয়ে দেখা হবে৷

Advertisement

প্রসঙ্গত দেশে কালো টাকার কারবারিদের রুখতে ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ বেহিসাব দেখলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আয়কর দফতরকে৷ আর ঠিক সেসময়ই ৫০০ কোটি টাকা খরচে প্রাক্তন বিজেপি নেতার মেয়ের বিয়ের ঘটনা আলোড়ন ফেলেছে৷ কেন্দ্রের কড়া পদক্ষেপে বিপাকে প্রাক্তন বিজেপি নেতাও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement