Advertisement
Advertisement
Mallikarjun Kharge

‘বিরোধী দলনেতা হওয়া উচিত জয়রামের’, সংসদে ‘যুদ্ধং দেহি’ খাড়গেকে তোপ ধনকড়ের

'আপনার মাথায় মধ্যে বর্ণবাদী ব্যবস্থা গেঁথে গিয়েছে', ধনকড়কে পালটা খাড়গের।

Jagdeep Dhankhar slams Congress president Mallikarjun Kharge
Published by: Amit Kumar Das
  • Posted:July 2, 2024 10:52 pm
  • Updated:July 2, 2024 10:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিটে প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনা চেয়ে মঙ্গলবার রাজ্যসভায় সুর চড়াচ্ছিল বিরোধী শিবির। সেখানেই ‘যুদ্ধং দেহি’ মুডে দেখা যায় রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে। বিক্ষোভের সময় বার বার খড়গের আসন ছেড়ে উঠে যাওয়ায় মেজাজ হারালেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। এক সময় বলে বসলেন, খাড়গের জায়গায় কংগ্রেস সাংসদ জয়রাম রমেশের বিরোধী দলনেতা হওয়া উচিত।

মঙ্গলবার নিট ইস্যুতে আলোচনা চেয়ে বিরোধীদের বিক্ষোভের মাঝে বার বার আসন ছেড়ে ওয়েলে নেমে পড়তে দেখা যাচ্ছিল বিরোধী দলনেতা খাড়গেকে। তখন তাঁর উদ্দেশে চেয়ারম্যান ধনকড় বলেন, “আপনি এ ভাবে বার বার নেমে এসে চেয়ারকে (অধ্যক্ষ পদ) অসম্মান করতে পারেন না। এ দেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এবং রাজ্যসভার অধিবেশনে কখনওই চেয়ারের প্রতি এতটা অবহেলা করা হয়নি। যদিও আমি সব সময় আপনাকে মর্যাদা দিয়েছি।” এই ঘটনার পর ভাষণ দিতে ওঠেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। তখন ধনকড় বলেন, “আপনি এত বুদ্ধিমান, এত প্রতিভাবান যে আপনার উচিত অবিলম্বে খাড়গের আসন গ্রহণ করা। কারণ, আপনিই তাঁর কাজ করে দিচ্ছেন। এবং তাঁকে অস্বস্তিতে ফেলছেন।”

Advertisement

[আরও পড়ুন: হাথরাস প্রথম নয়, ধর্মীয়স্থানে পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যুমিছিল আগেও দেখেছে দেশ]

ধনকড়ের এহেন মন্তব্যের পর পালটা মুখ খোলেন খাড়গে। দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর দিকে চেয়ে তিনি বলেন, “আমাকে যিনি এই পদে বসিয়েছেন তিনি এখানেই বসে রয়েছেন। আপনি এই ধরনের মন্তব্য করে তাঁকে অপমান করছেন। জয়রাম রমেশ আমাকে এই পদে বসায়নি।” শুধু তাই নয়, ধনকড়ের বিরুদ্ধে জাতিভেদের অভিযোগ তুলে বিরোধী দলনেতা আরও বলেন, “আপনার মাথায় মধ্যে বর্ণবাদী ব্যবস্থা গেঁথে গিয়েছে। তাই আপনার চোখে জয়রাম বুদ্ধিমান এবং আমি অকর্মণ্য।” উল্লেখ্য, মল্লিকার্জুন খাড়গে নিজে দলিত সম্প্রদায়ভুক্ত। ধনকড়ের উদ্দেশে তাঁর মন্তব্যে তিনি নিজের সেই পরিচয়ই তুলে ধরার চেষ্টা করেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

[আরও পড়ুন: হাথরাস কাণ্ডে মৃত বেড়ে ১১৬, সৎগুরুর বিরুদ্ধে FIR, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি যোগীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement