Advertisement
Advertisement

Breaking News

পাকিস্তানকে মোক্ষম জবাব দিতে প্রতিরক্ষা মন্ত্রককে চূড়ান্ত প্রস্তুতির ডাক জেটলির

জওয়ান নন, বরং যন্ত্র ধরাশায়ী করুক শত্রুকে, লক্ষ্য কেন্দ্রের৷

Jaitley takes swing at Pak, urges optimum defence preparedness for India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 28, 2017 2:32 pm
  • Updated:May 28, 2017 2:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক, বৈজ্ঞানিক ও দেশের সশস্ত্র সেনাবাহিনীকে খুব অল্প সময়ের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি৷ জানিয়ে দিলেন, ভারতের সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষাজনিত প্রস্তুতিকে চরম পর্যায়ে নিয়ে যেতে হবে৷ তাঁর বক্তব্য, ভৌগলিক অবস্থানের জন্য ভারত সবসময় শান্ত থাকতে পারে না৷ কারণ, ভারতের পড়শি মুলুক (পড়ুন পাকিস্তান) গত সাত দশক ধরে ভারতীয় নিরাপত্তারক্ষীদের চ্যালেঞ্জ জানিয়ে আসছে৷

[সমালোচনায় আপত্তি নেই, বরং স্বাগত জানালেন প্রধানমন্ত্রী]

রবিবার বেঙ্গালুরু থেকে ২৫০ কিলোমিটার দূরে চাল্লাকেরেতে এরনটিক্যাল টেস্ট রেঞ্জ (ATR) -এর উদ্বোধন করতে গিয়ে পাকিস্তানকে কটাক্ষ করে কেন্দ্রীয় প্রতিরক্ষা ও অর্থমন্ত্রীর বক্তব্য, “জাতীয় সুরক্ষাকে চূড়ান্ত অগ্রাধিকার দেওয়া হচ্ছে৷” ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কোনও মিসাইল লঞ্চ করার সময় মানুষের প্রয়োজনীয়তা কমিয়ে যন্ত্রের দিকে ঝুঁকতে চায় কেন্দ্র, জানালেন জেটলি৷ তার জন্য আরও বেশি ATR তৈরির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন প্রতিরক্ষামন্ত্রী৷ বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রীর মুখে এই কথা শুনে অনেকেই মনে করছেন, পাকিস্তানকে আরও একবার সতর্ক করে দিলেন অরুণ জেটলি৷ নিয়ন্ত্রণরেখা সংলঙ্গ জম্মু ও কাশ্মীরের একাধিক এলাকায় অনুপ্রবেশের ছক কষছে পাক জঙ্গিরা৷ রবিবারও পুঞ্চ সেক্টরে অনুপ্রবেশের ছক বানচাল করে দিয়েছে ভারতীয় সেনা৷ উদ্ধার হয় আরও এক অনুপ্রবেশকারীর দেহ৷

প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মণীশ মেহতা জানিয়েছেন, রাতের অন্ধকারে পাক অধিকৃত কাশ্মীর থেকে এক সন্দেহভাজন জঙ্গির অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে সেনা৷ নিয়ন্ত্রণরেখার কাছে কেজি সেক্টরে সেনা-জঙ্গি তীব্র গুলির লড়াইয়ে রাত আড়াইটে নাগাদ ওই সন্দেহভাজনের মৃত্যু হয়৷ পাক সেনার পাল্টা হামলায় এদিন কেরন সেক্টরে এক নিরীহ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়৷ সূত্রের খবর, কেরন সেক্টরে কর্মরত কুলিদের একটি দলের উপর বিনা প্ররোচনায় হামলা চালায় পাক সেনা৷ ওই হামলায় আহত হয়েছেন আরও এক ভারতীয়৷ জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান৷

[কারফিউ উপেক্ষা করে সেনাবাহিনীতে যোগ দিতে পরীক্ষার্থীদের ঢল শ্রীনগরে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ