Advertisement
Advertisement

Breaking News

দু’সপ্তাহে জমা ২১ হাজার কোটি টাকা, নজরে জনধন অ্যাকাউন্ট

পশ্চিমবঙ্গ ও কর্ণাটকের জনধন অ্যাকাউন্টগুলিতেই টাকা জমার পরিমাণ সব থেকে বেশি৷

Jan Dhan account under scanner
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 23, 2016 7:23 pm
  • Updated:November 23, 2016 7:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার আয়কর দফতরের নজরে জনধন অ্যাকাউন্ট৷ গত ৮ নভেম্বর পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী৷ আর তারপর থেকে দেশের ১০ হাজার জনধন অ্যাকাউন্টে জমার পরিমান ছাড়িয়েছে ২১ হাজার কোটি টাকা৷ ব্যাঙ্কগুলি থেকে মেলা তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ ও কর্ণাটকের জনধন অ্যাকাউন্টগুলিতেই টাকা জমার পরিমাণ সব থেকে বেশি৷

মূলত, নিম্ন মধ্যবিত্তদের জন্যই জিরো ব্যালেন্স জনধন অ্যাকাউন্ট খুলে দিয়েছে কেন্দ্র৷ তাই পুরনো টাকা বাতিলের কথা ঘোষণার পরপরই  অ্যাকাউন্টগুলির উপভোক্তাদের সতর্ক করে কেন্দ্র৷ বলা হয়, অ্যাকাউন্টগুলির অপব্যবহার করলে ব্যবস্থা নেওয়া হবে৷ ব্যাঙ্কগুলি থেকে পাওয়া তথ্য অনুসারে, অনেকক্ষেত্রে অন্যের কালো টাকা সাদা করতেও এই অ্যাকাউন্টগুলি ব্যবহার করা হচ্ছে৷ বদলে মিলেছে টাকাও৷ কেন্দ্রের ঘোষণা অনুযায়ী, অ্যাকাউন্টে আড়াই লক্ষ টাকা জমা পর্যন্ত আয়করে আওতায় পড়বে না৷ তবে জনধন অ্যাকাউন্টে এই সীমা ৫০ হাজার পর্যন্ত৷ তবে যেহেতু আড়াই লক্ষ পর্যন্ত জমার ক্ষেত্রে আয়করের আওতায় আনা হবে না৷ তাই অনেকেই নিজের টাকা অন্যের জনধন অ্যাকাউন্টে জমা রাখছেন৷ তবে এক্ষেত্রে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, অন্যের টাকা নিজের অ্যাকাউন্টে রাখার বিষয় ধরা পড়লেও কঠোর শাস্তি হতে পারে৷ এক্ষেত্রে টাকা জামার ক্ষেত্রে প্যানকার্ড বাধ্যতামূলক করেছে আয়কর দফতর৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ