Advertisement
Advertisement

Breaking News

রমজান-নির্বাচন বিতর্কে এবার মুখ খুললেন জাভেদ আখতার

রাজনৈতিক দলগুলিকে স্পষ্ট বার্তা দিলেন প্রখ্যাত গীতিকার৷

Javed Akhtar blasts Ramzan row
Published by: Tanujit Das
  • Posted:March 12, 2019 7:45 pm
  • Updated:March 12, 2019 7:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রমজানের মধ্যেই নির্বাচন হওয়ায় তৃণমূল, আপের মতো রাজনৈতিক দলগুলির সমালোচনার মুখে পড়তে হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে৷ কেন্দ্রের শাসনে থাকা বিজেপি সরকারকে সুবিধা করে দিতেই এমন নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে বলে অভিযোগে করেছে রাজনৈতিক দলগুলি৷ দাবি করেছে, প্রচণ্ড গরমে উপোস করে নির্বাচনে অংশগ্রহণ করতে অসুবিধা হবে মুসলিমদের৷ কিন্তু রাজনৈতিক দলগুলির এই অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিলেন প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার৷ স্পষ্ট ভাষায় জানালেন, রাজনৈতিক দলগুলির এই অযৌক্তিক দাবি শোনার কোনও প্রয়োজন নেই কমিশনের৷ তাদের নিজেদের নিয়ম মেনেই কাজ করা উচিত৷

[কুড়িতে মাত্র ছয় আসন! অভ্যন্তরীণ সমীক্ষায় উদ্বেগ কেরল সিপিএমেরও ]

Advertisement

এমন দাবির জন্য রাজনৈতিক দলগুলিকে একহাত নেন জাভেদ আখতার৷ বলেন, ‘আমার মতে রমজান ও নির্বাচন নিয়ে কোনও আলোচনা হওয়াই অযৌক্তিক৷ এটা এক ধরনের বিকৃত ধর্মনিরপেক্ষতা৷ যা আমাকে বারবার বিরক্ত, বিদ্রোহী এবং অসহায় করে তোলে৷’ কেবল জাভেদ আখতারই নন, সোমবার এই বিষয়ে মুখ খোলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসিও৷ প্রথমে কমিশনের নির্বাচনী নির্ঘণ্টকে স্বাগত জানান তিনি৷ এরপর বলেন, ‘‘রমজান মাসে ভোট দিতে মুসলিমদের কোনও সমস্যা হবে না। আমি সমস্ত রাজনৈতিক দলকে অনুরোধ করব, নিজ স্বার্থে তাঁরা যেন মুসলিম ও রমজানকে ব্যবহার না করেন৷ মুসলিম ভাইরা অবশ্যই রমজানে উপোস করবেন৷ তাঁরা অফিসে যাবেন এবং সাধারণ জীবনযাপনই করবেন৷ কাজেই ভোট দিতে যেতেও অসুবিধা হবে না। ’’

Advertisement

[এয়ারস্ট্রাইকই মোদিকে ক্ষমতায় ফেরাবে, দাবি যোগীর]

উল্লেখ্য, রবিবার জাতীয় নির্বাচন কমিশন লোকসভার ঘোষণা প্রকাশ করতেই প্রথম আপত্তি করেন তৃণমূলের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম৷ তিনি জানান, রমজান মাসে এতদিন ধরে নির্বাচন হলে, একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ অসুবিধার মুখে পড়বেন৷ তৃণমূল নেতার সুরেই কমিশনের নির্বাচনী নির্ঘণ্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আম আদমি পার্টির নেতা আমানাতুল্লাহ খানও৷ বিতর্কিত এই নেতা অভিযোগ করেন, কেন্দ্রের শাসকদল বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্যই নির্বাচন কমিশন এই ধরনের সূচি তৈরি করেছে৷ সেকারণেই সাত দফায় নির্বাচন করানো হচ্ছে৷ কমিশনের বিরুদ্ধে সরব হন লখনউয়ের মুসলিম ধর্মগুরু খালিদ রশিদ ফিরিঙ্গি-ও৷ নির্বাচনের শেষ তিন দফার সঙ্গে রমজানের সংঘাত হচ্ছে বলে, কমিশনের কাছে সেই তারিখ পরিবর্তনের দাবি জানান তিনি৷ বলেন, উপোস করে প্রচণ্ড রোদের মধ্যে মুলসিমদের ভোটে অংশগ্রহণ করা সম্ভবপর নাও হতে পারে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ