সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সেনাবাহিনীর অন্দরমহলের চিত্রটি ফাঁস করেছিলেন তিনি৷ একদিকে সেনা নিয়ে দেশের নেতাদের গর্বের শেষ নেই৷ অন্যদিকে সেই সেনাদের পাতেই দেওয়া হচ্ছে নিম্নমানের খাবার৷ এই পরিস্থিতিতেই এক ভিডিও বার্তায় দেশের মানুষের সামনে আসল ছবিটি তুলে ধরেছিলেন বিএসফ জওয়ান তেজ বাহাদুর যাদব৷ সে ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই তা্ঁকে মদ্যপ বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয় সেনার তরফে৷ যদিও তেজ বাহাদুর জানিয়েছেন, তিনি কোনও অন্যায় করেননি, শুধু তাঁর অধিকারের কথা জানিয়েছিলেন৷
(উপরওয়ালাদের দুর্নীতিতে পেট ভরে খাবারই জোটে না জওয়ানদের)
তেজ বাহাদুরের ভিডিও দেখে ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ তার আগেই ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছিল বিএসফ৷ এক বিবৃতিতে জানানো হয়, তেজ বাহাদুরের মতো মদ্যপ জওয়ানের পক্ষেই এরকম অভিযোগ আনা সম্ভব৷ সিনিয়র অফিসারদের সঙ্গে তিনি দুর্বব্যবহার করেছেন বলেও জানানো হয়৷
For such reasons, individual has served mostly in headquarters under supervision of some dedicated superior officer: BSF
— ANI (@ANI_news) January 9, 2017
BSF is highly sensitive to the welfare of tps.Individual aberrations,if any,are enquired into.A senior officer has already rchd the location https://t.co/3fH7qZdV5P
— BSF (@BSF_India) January 9, 2017
যদিও ওই জওয়ান জানিয়েছেন, ফেসবুকে এই ভিডিও পোস্ট করা ছাড়া তাঁর আর কোনও উপায় ছিল না৷ সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী সেনার অভ্যন্তরেই এ অভিযোগ জানাতে পারতেন তিনি৷ কিন্তু নাচার হয়েই এ পথ বেছে নিতে হয়েছে তাঁকে৷ এদিন তিনি জানান, দেশের নিরাপত্তা নিয়ে তিনি কোনও সমঝোতা করেননি৷ কোনও নিয়মও ভাঙেননি৷ তিনি শুধু তাঁর মানবিক অধিকারের কথাটিই সামনে এনেছেন৷ এর আগে সিনিয়র কম্যান্ডারের দিকে বন্দুক তাক করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে৷ সে কথা স্বীকার করে নিয়ে ওই জওয়ান জানিয়েছেন, তিনি তা করেছিলেন৷ তবে কেন তা করেছিলেন তাও জানা উচিত৷ সে কাজের জন্য সমস্ত শাস্তি মাথা পেতেও নিয়েছেন তিনি৷ তাঁর দাবি, তিনি বিএসএফ অলরাউন্ডার হিসেবে বহুবার পুরস্কৃত হয়েছেন৷ তা সত্ত্বেও কেন তিনি এ কাজ করেছেন সেটাও জানা উচিত৷ এই ভিডিও প্রকাশ হওয়ার পর তাঁর কী ইচ্ছে জানতে চাওয়া হলে তিনি বলেন পুরো বিষয়ের তদন্ত হোক৷ ইতিমধ্যেই সে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক৷
I have seen a video regarding a BSF jawan’s plight. I have asked the HS to immediately seek a report from the BSF & take appropriate action.
— Rajnath Singh (@rajnathsingh) January 9, 2017