Advertisement
Advertisement

Breaking News

প্রায় দু’মাস পর প্রথম কথা বললেন আম্মা

এখন কৃত্রিম শ্বাসনালী ছাড়া নিজেই ৯০ শতাংশ নিঃশ্বাস নিতে পারছেন এআইএডিএমকে সুপ্রিমো বলে জানান চিকিৎসক৷

Jayalalithaa's first words after recovery, using speakers
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 25, 2016 6:17 pm
  • Updated:November 25, 2016 6:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি তিনি৷ অবশেষে শুক্রবার প্রথমবার শোনা গেল তাঁর কথা৷ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা৷ শুক্রবার চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের তরফে জানানো হয়েছে, স্পিকার ব্যবহার করে বেশ কয়েক মিনিটের জন্য কথা বলতে পারছেন তিনি৷

এদিন ওই বেসরকারি হাসপাতালের ডক্টর রেড্ডি জানান, অস্ত্রোপচারের পর শ্বাসনালীতে সমস্যার কারণে নিঃশ্বাস নিতে কষ্ট করছিল মুখ্যমন্ত্রীর৷ ফলে কৃত্রিম শ্বাসনালী ব্যবহার করে শ্বাসক্রিয়া চালানোর ব্যবস্থা করা হয়েছিল৷ ডাক্তারি ভাষায় যাকে বলে ট্রাকেওস্টোমি৷ কিন্তু এখন কৃত্রিম শ্বাসনালী ছাড়া নিজেই ৯০ শতাংশ নিঃশ্বাস নিতে পারছেন এআইএডিএমকে সুপ্রিমো বলে জানান চিকিৎসক৷ ডক্টর রেড্ডি বলেন, “মুখ্যমন্ত্রী এখন একদম ঠিক আছেন৷ তিনি যখন চাইবেন, তখনই বাড়ি যেতে পারেন৷”

Advertisement

প্রসঙ্গত, সেপ্টেম্বরের ২২ তারিখ থেকে শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন আম্মা৷ চেন্নাইয়ের হাসপাতালের সামনে প্রতিদিনই আম্মার ভক্তদের সমাগম৷ চিকিৎসক বলছেন, অনুগামীদের প্রার্থনাতেই সুস্থ হয়ে উঠছেন তিনি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ