Advertisement
Advertisement

রহস্যজনকভাবে খুন জয়ললিতার নিরাপত্তারক্ষী, আহত আরও ১

আম্মার এস্টেটের নিরাপত্তার দায়িত্বে ছিলেন দু’জনে৷

Jayalalithaa's Kodanad estate guard found dead under mysterious circumstances
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 24, 2017 7:31 am
  • Updated:October 7, 2019 4:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রহস্যজনকভাবে খুন হলেন তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার নিরাপত্তারক্ষী৷ সোমবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়৷ নিহতের নাম ওম বাহাদুর৷ ঘটনায় আহত হয়েছেন কৃষ্ণ বাহাদুর নামে আরও এক নিরাপত্তারক্ষী৷ জয়ললিতার কোডানড় এস্টেটের নিরাপত্তার দায়িত্বে ছিলেন দু’জনে৷

[8৫-এ পা শচীনের, জন্মদিনে রইল মাস্টার ব্লাস্টারের কিছু অজানা তথ্য]

Advertisement

ওম বাহাদুরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে কৃষ্ণ বাহাদুরের৷ স্থানীয়দের জিজ্ঞাসাবাদের পর পুলিশের অনুমান, রবিবার রাত সাড়ে দশটা থেকে দেড়টার মধ্যে এই ঘটনা ঘটেছে৷ প্রায় সাত থেকে আট জন মিলে হামলা চালিয়েছিল৷ হামলাকারীদের কারও পরিচয় জানা যায়নি৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ডাকাতির উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছিল৷ কিন্তু এস্টেটের সম্পত্তি থেকে কিছু খোয়া যায়নি বলেই জানিয়েছে পুলিশ৷ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে৷

[‘ইন্ডিয়া’কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদি]

প্রায় ৯০০ একর এলাকায় বিস্তৃত আম্মার এই এস্টেট৷ জীবিতকালে প্রায়ই তিনি এখানে বিশ্রাম নিতে যেতেন৷ বিশেষ করে গরমের সময়৷ জানা গিয়েছে, এই এস্টেটে বসেই অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন তিনি৷ নয়ের দশকে জয়ললিতার এই সম্পত্তি প্রথমবার প্রকাশ্যে আসে৷ যখন তাঁর হিসেব বহির্ভূত সম্পত্তির তালিকায় এই এস্টেটের নাম উঠে আসে৷ আম্মার মৃত্যর পর খালিই পড়ে থাকত এস্টেটটি৷ এর নেপথ্যে কোনও রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কিনা তাও জানার চেষ্টা করছে পুলিশ৷

[ধর্ষণ করে প্রমাণ লোপাট করতে পুড়িয়ে মারা হল ছ’বছরের কিশোরীকে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement