Advertisement
Advertisement
Jharkhand Police

ভোটের মুখে নাশকতার ছক বানচাল, গ্রেপ্তার ২ PLFI নেতা, উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র

পশ্চিম সিংভূমে অভিযান চালিয়ে বড় সাফল্য ঝাড়খণ্ড পুলিশের।

Jharkhand police arrest 2 PLFI leader

বিপুল অস্ত্রশস্ত্র-সহ ঝাড়খণ্ডে গ্রেপ্তার ২ PLFI সদস্য।

Published by: Amit Kumar Das
  • Posted:April 20, 2024 10:15 pm
  • Updated:April 20, 2024 10:18 pm

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ভোটের মুখে বড় সাফল্য পেল ঝাড়খণ্ড পুলিশ (Jharkhand Police)। গ্রেপ্তার নকশাল সংগঠন পিএলএফআই-এর (PLFI) দুই সদস্য। অভিযুক্তদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র, নগদ টাকা ও মোবাইল উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন এরিয়া কমান্ডার বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রের খবর, ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম চাইবাসা জেলায় উন্নয়নের কাজকর্ম বন্ধ করে দিয়ে তোলাবাজি করছিল পিএলএফআই-এর সদস্যরা। অভিযোগ পেয়েই তৎপর হয় ঝাড়খণ্ড পুলিশ। সেইমতো পশ্চিম সিংভূম জেলা পুলিশ একটি টিম গঠন করে অভিযানে নামে। তখনই গ্রেপ্তার করা হয় সোমা হেমব্রম ওরফে নাজম ও বিরসা খান্ডাইত নামে দুই জনকে। এদের মধ্যে সোমা এরিয়া কমান্ডার বলে জানা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: দূরদর্শনের গেরুয়াকরণে ‘স্তম্ভিত’ মমতা, কমিশনকে ব্যবস্থা নেওয়ার আর্জি]

পশ্চিম সিংভূম, চাইবাসার পুলিশ সুপার আশুতোষ শেখর বলেন, “পিএলএফআই সংগঠনের ২ জনকে গ্রেফতার করে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। অভিযুক্তরা ভোটের মুখে উন্নয়ন কার্যকলাপ বন্ধ করে নাশকতার ছক কষছিল ও তোলাবাজি করছিলো। আমাদের কাছে খবর আসা মাত্রই আমরা পদক্ষেপ নেই।” ঝাড়খণ্ড পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই জেলার গোয়েলকেরা ও আনন্দপুর থানা এলাকায় গত শুক্রবার অভিযুক্তরা তোলাবাজি করছিল বলে অভিযোগ। ওই দিনই অভিযানে সাফল্য আসে। নকশাল সংগঠন এই পিএলএফআই-র কাজকর্ম অতীতে পুরুলিয়ার ঝালদাতেও চলতো। রাজ্য পুলিশের তৎপরতায় তা দমন করা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: রবিবার রাঁচিতে ইন্ডিয়া জোটের ‘উলগুলান’, মেগা বৈঠকে তৃণমূলের প্রতিনিধি কে?]

ঝাড়খণ্ড পুলিশের তরফে জানা গিয়েছে, অভিযুক্তদের কাছ থেকে দুটি একে ৪৭ এবং তিনটি এ কে ৪৭-এর ম্যাগাজিন ও ওই অস্ত্রের ৮৮ রাউন্ড গুলি, অন্যান্য রাইফেলের গুলি, ৫০ হাজার টাকা, লেভির রসিদ এবং একটি মোটরসাইকেল ও ছটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেই এই পশ্চিম সিংভূম জেলায় ১৫ জন মাও নেতা-নেত্রী আত্মসমর্পণ করে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ