Advertisement
Advertisement

Breaking News

এবার ১০০০ টাকায় 4G ফিচার ফোন আনছে Jio!

সাধারণ মানুষের নাগালের মধ্যে রেখে ফোনের দামও করা হচ্ছে ১০০০ বা ১৫০০-এর মধ্যেই।

Jio prepares to launch 4G feature phones of price as low as about Rs 1,000
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 16, 2016 11:07 am
  • Updated:November 16, 2016 11:07 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডেটাগিরি চলছিলই। এবার ফোনেও দাদাগিরি করতে চলেছে জিও। সংস্থার তরফে এবার বাজারে ফোরজি সাপোর্টেড ফোন আনার পরিকল্পনা নেওয়া হচ্ছে। আম-আদমি যাতে এ ফোন কিনতে পারে তাই দামও রাখা হচ্ছে সাধ্যের মধ্যে। ১০০০ টাকাতেই এ ফোন দেওয়ার ভাবনাচিন্তা চলছে।

আনলিমিটেড ডেটার জোগান দিয়ে ইতিমধ্যেই গোটা দেশে জনপ্রিয় জিও। এবার  সিমের পাশাপাশি ফোনের বাজারেও বাজিমাতের পরিকল্পনা সংস্থার। জানা যাচ্ছে, ফোরজি স্মার্টফোনের নূন্যতম দাম এখন প্রায় ৩০০০ টাকা। বহু গ্রামের মানুষের কাছে তা এখনও নাগালের বাইরে। সাধারণত প্রত্যন্ত অঞ্চলের মানুষরা কথা বলার জন্যই ফোন ব্যবহার করেন। আর প্রায় ১০০ কোটি ফোন ব্যবহারকারীর অন্তত ৬৫ শতাংশই ফিচার ফোন ব্যবহার করেন। এবার তাই ফিচার ফোনেই আমলিমিটেড ভয়েস কলের সুবিধা রাখতে চলেছে জিও। থাকবে ভিডিও কলের সুবিধাও। দেশে একমাত্র জিও-ই ভয়েস ওভার এলটিই প্রযুক্তি ব্যবহার করে। আর তাই এই প্রযুক্তির মাধ্যমেই ফোন কলিংকে অনেক সস্তা করে দিতে পেরেছে সংস্থাটি। পাশপাশি সাধারণ মানুষের নাগালের মধ্যে রেখে ফোনের দামও করা হচ্ছে ১০০০ বা ১৫০০-এর মধ্যেই। ফলে ফোনের বাজারে যে রীতিমতো শোরগোল ফেলবে জিও, তা বলাই যায়।

Advertisement

 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ