Advertisement
Advertisement

Breaking News

৩১ মার্চ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে মিলবে ‘জিও’ পরিষেবা

জিও ব্যবহারকারীদের জন্য নতুন বছরের উপহার ঘোষণা করলেন মুকেশ আম্বানি

JIO services are free till 31st March 2017
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 1, 2016 2:17 pm
  • Updated:August 22, 2019 2:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের নতুন উপহার৷ বাড়ল ‘জিও’র ফ্রি পরিষেবার সময়সীমা৷ ৩১ মার্চ পর্যন্ত বিনামূল্যে আনলিমিটেড 4G ইন্টারনেট ও ভয়েস কলিং-য়ের সুবিধা পাবেন জিও গ্রাহকরা৷ বৃহস্পতিবার মুম্বইয়ে জানিয়ে দিলেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি৷

আরআইএল কর্ণধার এদিন স্পষ্ট করেছেন, ৪ ডিসেম্বর থেকে যাঁরা রিলায়েন্স ‘জিও’র নতুন গ্রাহক হবেন তাঁরা ২০১৭ সালের ৩১ মার্চ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে ‘জিও’র সমস্ত পরিষেবা গ্রহণের সুযোগ পাবেন৷ পাশাপাশি, যাঁরা ইতিমধ্যেই জিও ব্যবহার করছেন, তাঁরাও এই সুবিধা পাবেন৷

Advertisement

বৃহস্পতিবার দেশের ৫.২ কোটি জনতাকে জিও পরিষেবা ব্যবহার করার জন্য ধন্যবাদ জানান মুকেশ আম্বানি৷ তিনি জানান, আরও সহজ হচ্ছে জিও সিমকার্ড হাতে পাওয়া৷ লাইনে দাঁড়িয়ে নয়, বাড়িতে বসেই মিলবে সিম৷ আর বৈধ পরিচয়পত্র থাকলে পাঁচ মিনিটের মধ্যেই অ্যাক্টিভেট হয়ে যাবে সিমকার্ড৷

Advertisement

এদিন নোট বাতিলের সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে রিলায়েন্স কর্নধার বলেন, “নরেন্দ্র মোদি খুব ভাল পদক্ষেপ নিয়েছেন৷ ডিজিটাল অর্থনীতিই বিশ্বের ভবিতব্য৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ