Advertisement
Advertisement

শুরুতেই হোঁচট, চূড়ান্ত নাকাল জিও-র ৫ কোটি গ্রাহক

অন্য নেটওয়ার্কে ফোন করলে কানেক্ট হচ্ছে না বলে অভিযোগ...

Jio's customers had
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 8, 2016 2:19 pm
  • Updated:August 22, 2019 2:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিষেবা শুরু হতেই মুখ থুবড়ে পড়ল কোটিপতি মুকেশ আম্বানির রিলায়েন্স জিও পরিষেবা৷ সংস্থার বার্ষিক সাধারণ সভায় নিজের ক্ষোভ উগরে দিলেন দেশের সবচেয়ে ধনী ব্যবসায়ী৷ গত এক সপ্তাহে ৫ কোটিরও বেশি গ্রাহকের ‘কল ফেলিওর’ হয়েছে৷ জিও ছাড়া অন্যান্য নেটওয়ার্কের মোবাইলে ফোন করতে না পেরে ক্ষুব্ধ গ্রাহকরা৷ এই অবস্থায় মুকেশ আম্বানি আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি শুধরে নেওয়ার নির্দেশ দিয়েছেন জিও-র দায়িত্বপ্রাপ্ত কর্তাদের৷ তাঁর অবশ্য দাবি করেছেন, প্রয়োজনীয় ইন্টারকানেক্ট ক্যাপাসিটি না থাকায় ভুগতে হচ্ছে জিও গ্রাহকদের৷ তবে রিলায়েন্স গ্রাহকদের স্বার্থ সবসময় রক্ষা করে চলবে বলে আশ্বাস দিয়েছেন তিনি৷

পাশাপাশি, রিলায়েন্স জিও-কে বিশ্বের সবচেয়ে বড় শিল্পোদ্যোগ বলে দাবি করেছেন রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের সিইও৷ একটি পত্রিকাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মুকেশ আম্বানি বলেছেন, “আজ পর্যন্ত বিশ্বের কোনও স্টার্ট আপ ১.৫ লক্ষ কোটি টাকা লগ্নি করে ব্যবসা শুরু করেনি৷ আমরা করতে পেরেছি এবং তা করতে পেরেছি এক ডলারও লাভের আশা না করে৷” আগামী বছরই ৬০-এ পা দিচ্ছেন প্রয়াত ধীরুভাই আম্বানির জ্যেষ্ঠ পুত্র৷ ওই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে টেলি কমিউনিকেশন ইন্ড্রাস্ট্রিতে জিও-র দাপিয়ে বেড়ানো দেখে যেতে চান তিনি৷ তাই ফিরে যেতে চান ত্রিশের কোঠায়৷ আম্বানি জানিয়েছেন, এখনই জিও পরিষেবা থেকে লাভের আশা করছেন না তিনি৷ তাঁর বিশ্বাস, টিনএজারদের কাছে জনপ্রিয় হলে তবেই রিলায়েন্সের জিও লাভের মুখ দেখতে শুরু করবে৷ ভারতী এয়ারটেল, ভোডাফোন বা আইডিয়ার মতো নেটওয়ার্ক প্রোভাইডারের সঙ্গে জিও-র কোনও সংঘাত নেই বলে দাবি করেছেন রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের সিইও৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ