Advertisement
Advertisement

Breaking News

সাংবাদিককে গুলি করে খুন বিহারে

গত মে মাসে আরেক সাংবাদিক রাজদেও রঞ্জনকেও একইভাবে হত্যা করা হয়েছিল৷

Journalist shot dead in Bihar

ছবি: প্রতীকী।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 12, 2016 4:50 pm
  • Updated:November 12, 2016 4:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে ফের সাংবাদিক খুন৷ শনিবার সকালে সেখানকার এক হিন্দি দৈনিকের সাংবাদিককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে একদল দুষ্কৃতী৷ ৩৫ বছরের ধর্মেন্দ্র সিং এদিন রোহতাস জেলার একটি চায়ের দোকানে দাঁড়িয়েছিলেন৷ তখনই খুব কাছ থেকে তাঁর দিকে তাক করে গুলি চালায় কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী, জানিয়েছেন সব ডিভিশনাল পুলিশ অফিসার অলোক রঞ্জন৷

(লবণ নিয়ে কালোবাজারি, আতঙ্ক না ছড়ানোর নির্দেশ কেন্দ্রের)

পুলিশ সূত্রে খবর, পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে ধর্মেন্দ্র সিংয়ের পেটে গুলি করে দুষ্কৃতীরা৷ এক পুত্রসন্তান ও স্ত্রীকে ইহজগতে রেখে চলে গেলেন ধর্মেন্দ্র সিং৷ সাসারামের এক হিন্দি দৈনিকে তিনি চাকরি করতেন৷ রোহতাস জেলায় গজিয়ে ওঠা অসাধু ব্যবসায়ীদের একটি চক্রের বিরুদ্ধে খবর প্রকাশের জন্য তাঁকে হত্যা করা হতে পারে বলে অনুমান পুলিশের৷ এসডিপিও এই খুনে তদন্তের নির্দেশ দিয়েছে৷ বিহারে সাংবাদিক হত্যার নজির এই প্রথম নয়৷ গত মে মাসে আরেক সাংবাদিক রাজদেও রঞ্জনকেও একইভাবে হত্যা করা হয়েছিল৷ তার আগে ঝাড়খণ্ডে এক সাংবাদিককে হত্যা করা হয়েছিল৷

Advertisement

একের পর এক সাংবাদিককে হত্যার ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, সাংবাদিকতার জন্য ভারত একেবারেই নিরাপদ নয়৷ রাজনৈতিক ও শিল্পমহলের সঙ্গে দুষ্কৃতীদের সমঝোতার খেসারত দিতে হয় সাংবাদিকদের৷ ২০১৫ সালের একটি রিপোর্ট বলছে, ঝুঁকির নিরিখে গোটা এশিয়ার মধ্যে ভারতে সাংবাদিকদের স্থান তৃতীয়৷ পাকিস্তান ও আফগানিস্তানের ঠিক পরে৷ গতবছর এ দেশে অন্তত ৯ জন সাংবাদিক খুন হয়েছেন৷ যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ও ইরাকের পর এতজন সাংবাদিক অন্য কোথাও খুন হননি৷

Advertisement

(নোট বাতিলের পর আরও বড় পদক্ষেপের পরিকল্পনা মোদির!)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ