৪ আশ্বিন  ১৪৩০  শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

চিনের গা জ্বলিয়ে অরুণাচল সফরে করমপা দোরজে

Published by: Sangbad Pratidin Digital |    Posted: December 2, 2016 5:37 pm|    Updated: August 12, 2021 5:31 pm

Karmapa visit to Arunachal Pradesh likely to irritate China

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনকে টাইট দিতে এবার মোক্ষম চাল ভারতের। তুলে নেওয়া হল গত ৫ বছরের বিধিনিষেধ। চিনকে বার্তা দিতে এবার তিব্বতের ১৭ তম গাইলওয়াঙ করমপা উরজিয়েন ত্রিনলে দোরজে ভারত পরিদর্শনের উপর বিধিনিষেধ তুলে নিল ভারত। করমপা হলেন বৌদ্ধ ধর্মগুরু। এতদিন পর্যন্ত এই করমপার ভারত ভ্রমণে বিধিনিষেধ ছিল। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গত সোমবার থেকেই অরূণাচল প্রদেশ ভ্রমণ শুরু করেছেন করমপা।

করমপার অরুণাচল প্রদেশ ভ্রমণ চিনের যে গা জ্বলাবে তা বলাই বাহুল্য। অরুণাচল প্রদেশ নিয়ে ভারত-চিন দুই দেশের মধ্যে চাপা উত্তেজনা রয়েছেই। কিছুদিন আগেই ভারতীয় সীমান্তবর্তী অরুণাচল প্রদেশের ৪৫ কিলোমিটার ভিতরে সেনা ঢুকিয়েছিল চিন। পরে অবশ্য দু’দেশের যৌথ কথোপকথনে সমস্যার সমাধান হয়। তাই অরুণাচল প্রদেশে কোনও তিব্বতি ধর্মগুরুর ভ্রমণ কোনও ভাবেই চিন ভালভাবে নেবে না। শুধু সীমানা নিয়েই ঝামেলাই নয়, ১৭ বছর আগে ১৯৯৯ সালে চিনের হেফাজত থেকেই একদিন পালিয়ে গিয়েছিলেন করমপা। উদ্দেশ্য ছিল চিন সরকারের হাত থেকে তাঁদের ধর্মকে রক্ষা করা। তিব্বতকে নিজেদের সীমানার মধ্যে রাখার পাশাপাশি এখন অরুণাচল প্রদেশকেও নিজেদের সীমানাভুক্ত করতে উঠে পড়ে লেগেছে চিন। চিনের দাবি মতো, অরুণাচল প্রদেশ দক্ষিণ তিব্বতের অংশ। তাই করমপার ভারত ভ্রমণকে চিন স্বাভাবিকভাবে ভাল চোখে নেবে না।

তার উপর আবার করমপার অরুণাচল প্রদেশে ভ্রমণের ছবি টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরণ রিজিজু।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে