Advertisement
Advertisement

শপথগ্রহণের দিন পড়েছিলেন মমতার অসন্তোষে, বদলি করা হল কর্ণাটকের ডিজিপিকে

ডিজিপি নীলমণির কাছে প্রকাশ্যেই বিরক্তি দেখান মমতা, দেখুন সেই ভিডিও।

Karnataka DGP shunted after drawing Mamata Banerjee’s ire
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 25, 2018 12:44 pm
  • Updated:June 22, 2022 2:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামীর শপথগ্রহণের দিন বিরোধী ঐক্যের মধ্যেও একটি ছবি আলাদা  করে চোখে পড়েছিল অনেকের। স্বভাববিরুদ্ধ ভাবে মেজাজ হারিয়েছিলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য মঞ্চেই দেখা গিয়েছিল এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছেন তৃণমূলনেত্রী। পুলিশের আধিকারিকটি ছিলেন কর্ণাটকের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ নীলমণি রাজু। আজ তাঁকে বদলি করে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। নীলমণি রাজুই কর্ণাটকের প্রথম মহিলা ডিজিপি। ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের ১৯৮৩ ব্যাচের সদস্যা ছিলেন রাজু। গতবছর ১ নভেম্বর তিনি কর্ণাটকের ডিজিপি পদে নিযুক্ত হন। ওই পদের জন্য অন্য অনেক দাবিদার থাকলেও সিনিয়রিটির ভিত্তিতে তাঁকেই বেছে নেওয়া হয়। আজই তাঁর বদলরি নির্দেশ দিয়েছে কর্ণাটকের স্বরাষ্ট্র দপ্তর।

[আজ কর্ণাটকে আস্থা ভোট, ফের পরীক্ষার মুখে কুমারস্বামী]

স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের অবশ্য দাবি রাজুর বদলির পিছনে শপথগ্রহণের দিনের ওই ঘটনা কোনওভাবেই দায়ী নয়। পুলিশ বিভাগের নিয়মিত বদলি প্রক্রিয়ার অংশ হিসেবেই দায়িত্ব বদল করা হয়েছে রাজুর। যদিও, শপথ নেওয়ার ২ দিনের মধ্যে রাজুর বদলিকে বেশ তাৎপর্যপূর্ণই মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, কুমারস্বামীর শপথগ্রহণের দিন বেঙ্গালুরুর ট্রাফিক ব্যবস্থা নিয়ে অসন্তুষ্ট ছিলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্রাফিক পুলিশের ব্যর্থতার জেরেই বিধানসৌধ পর্যন্ত রাস্তা কার্যত স্তব্ধ হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছানোর আগেই। কার্যত বাধ্য হয়ে বেশ খানিকটা পায়ে হেঁটেই বিধানসৌধে যেতে হয় তৃণমূলনেত্রীকে। সংবাদসংস্থা এএনআই সুত্রে খবর এই ঘটনায় রীতিমতো বিরক্ত হন মুখ্যমন্ত্রী। ট্রাফিকের দায়িত্বে থাকা ডিজিপি নীলমণির কাছে প্রকাশ্যেই বিরক্তি প্রকাশ করেন মমতা। দেখুন সেই ভিডিও

Advertisement

[‘আমার মতো মার্কশিটের ছবি পোস্ট করুন’, মোদিকে চ্যালেঞ্জ কংগ্রেস নেতার]

প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামীর বাবা দেবগৌড়ার কাছেও পুরো ঘটনাটি বর্ণনা করেন এরাজ্যের মুখ্যমন্ত্রী। মমতাকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছিলেন দেবগৌড়া। শপথগ্রহণ চলাকালীন অন্য নেতার সঙ্গে কথা বলার সময়ও মুখ্যমন্ত্রীর বিরক্তি প্রকাশ পাচ্ছিল বলে দাবি ওই সংবাদসংস্থার। পরে মমতাকে শান্ত করেন খোদ মুখ্যমন্ত্রী কুমারস্বামী। পুরো ঘটনার পর ৩ দিনও কাটেনি, এরই মধ্যে বদলি করা হল নীলমণি রাজুকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ