Advertisement
Advertisement

কাশ্মীরে মৃত জঙ্গিদের ‘ভাই’ সম্বোধন, বিতর্কে মেহবুবার দলের বিধায়ক

গোটা দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠছে।

Kashmir Lawmaker calls terrorists ‘martyred brothers’
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 11, 2018 8:51 am
  • Updated:January 11, 2018 8:51 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিরাপত্তা বাহিনীর হাতে মৃত কাশ্মীরি জঙ্গিরা শহিদ। তাদের মৃত্যুতে আনন্দ করা উচিত নয়। বক্তা আর কেউ নন, কাশ্মীরের ওয়াচির পিপলস ডেমোক্রেটিক পার্টি বা পিডিপি-র বিধায়ক আইজাজ আহমেদ মীর। আর সোপিয়ান জেলার ওয়াচির বিধায়কের এহেন বক্তব্যের পরই উত্তাল হয়ে উঠল জম্মু-কাশ্মীর। কাশ্মীরে সেনার সঙ্গে সংঘর্ষে মৃত জঙ্গিরা কি শহিদ? বৃহস্পতিবার বিধানসভার বাইরে এই প্রশ্নের উত্তরে বিতর্কিত মন্তব্য করে বসেন মীর। আর তার রেশ আছড়ে পড়ে জম্মু-কাশ্মীরের বিধানসভাতেও।

[১০০০ টাকা চুরির অপবাদে দুই ছাত্রীকে নগ্ন করে তল্লাশি]

এর আগে বুধবারও একইরকম বিতর্কিত মন্তব্য করেছিলেন মীর। কাশ্মীরে জঙ্গিদের মৃত্যুতে বিধায়কদের আনন্দ করতে বারণ করেছিলেন তিনি। বলেছিলেন, ওই জঙ্গিরা আমাদের ভাই। জম্মু-কাশ্মীরের সরকারের উচিত জঙ্গি সংগঠন এবং বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আলোচনায় বসে কাশ্মীর সমস্যার সমাধান করা। এরপর বৃহস্পতিবার বিধানসভায় প্রবেশের সময় তাঁকে প্রশ্ন করা হয়, আপনি কী মনে করেন কাশ্মীরে মৃত জঙ্গিদেরও শহিদের মর্যাদা পাওয়া উচিত? জবাবে মীর বলেন, ‘যারা কাশ্মীরের বাসিন্দা, তারা যেভাবেই মরুক না কেন শহিদের মর্যাদা পাওয়া তাদের অধিকার।’ এর সঙ্গেই তিনি যোগ করেন, ‘কোনও জঙ্গি মারা গেলে আমাদের উদযাপন করা উচিত নয়। এটা আমাদের সবার দোষ। কোনও জওয়ান শহিদ হলে আমরা যেমন তার পরিবারের প্রতি সহানুভূতি দেখাই, তেমনই ওই জঙ্গির পরিবারের প্রতিও আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত।’ এরপরই গোটা দেশে বিতর্কে ঝড় উঠেছে। অনেকেই মীরের এই বক্তব্যের বিরোধিতা করেন।

Advertisement

[সেনা দিবসের মহড়ায় হেলিকপ্টার থেকে পড়ে আহত ৩ জওয়ান]

বিজেপির সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘জঙ্গি এবং বিচ্ছিন্নতাবাদীরা কাশ্মীরের, কাশ্মীরিদের শত্রু। তারা উন্নয়ন ও শান্তি কখনওই চায় না। তারা কি করে কারওর ভাই হতে পারে।’ অপর এক বিজেপি বিধায়ক সুনীল শর্মা বলেন, কেউ মৃত জঙ্গিকে ‘শহিদ’ বলতে পারে না। কোনও বিধায়ক যদি এ ধরনের মন্তব্য করে থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে তদন্ত করা হবে।

Advertisement

[পাচার প্রতি ১ লক্ষ টাকা পেত জেট এয়ারওয়েজের বিমানসেবিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ