Advertisement
Advertisement

জেলে বসেই সাম্রাজ্য নিয়ন্ত্রণ কেরলের ধনকুবেরের

অভিযোগ ভাইদেরই৷

Kerala Beedi Tycoon allegedly running Business from Jail
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 22, 2016 7:09 pm
  • Updated:January 15, 2020 5:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেলে বসেই চলছে রাজত্ব৷ ফোন করে হুমকিও দিচ্ছে৷ নিরাপত্তারক্ষী খুনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মহম্মদ নিশামের বিরুদ্ধে এই অভিযোগ আনলেন তার ভাইয়েরা৷ তাঁদের অভিযোগ, জেলে ভিআইপি ট্রিটমেন্টে রয়েছে কেরালার ‘বিড়ি টাইকুন’৷

পুলিশকে নিশামের ভাইয়েরা জানিয়েছেন, জেলে বসেই বন্ধুদের মোবাইলের সাহায্যে নিজের ব্যবসা নিয়ন্ত্রণ করছে নিশাম৷ এমনকী, দেশের বাইরেও যোগাযোগ রাখছে সে৷ জেল থেকে স্থানান্তরের সময় পুলিশ ভ্যানেই সারছে গুরুত্বপূর্ণ মিটিং৷ বন্ধুদের ফোনের সাহায্যে তাঁদেরও ফোন করে হুমকি দিচ্ছে৷

Advertisement

দরজা খুলতে দেরি হওয়ায় নিজের আবাসনের নিরপত্তা কর্মী চন্দ্রবোসকে নির্মমভাবে হত্যা করেছিল নিশাম৷ গাড়িতে পিষে তাঁকে প্রায় ৭০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিল মদ্যপ বিড়ি টাইকুন৷ সেই ঘটনার পরিপ্রেক্ষিতে চলতি বছরের জানুয়ারি মাসে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন ত্রিসূর আদালতের বিচরক৷

Advertisement

তারপর থেকেই নাকি জেলে বহাল তবিয়তে সাম্রাজ্য চালাচ্ছেন কেরলের ধনকুবের৷ কুন্নুর জেলার পুলিশ আধিকারিক সঞ্জয়কুমার গুরুডিন জানিয়েছেন, অভিযোগ মিলেছে৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ