সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের প্রেসিডেন্ট হিসেবে শি জিনপিং পুনরায় নির্বাচিত হওয়ায় সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন কেরলের মুখ্যমন্ত্রী তথা শীর্ষ সিপিএম নেতা পিনারাই বিজয়ন। আর এতেই তুঙ্গে বিতর্ক। কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরনের তোপ, ‘ভারতের চেয়ে চিনকে বেশি ভালবাসে সিপিএম।’
রবিবার শি জিনপিংকে শুভেচ্ছা জানান বিজয়ন। তাঁর কথায়, ‘জিনপিংয়ের নেতৃত্বে কমিউনিস্ট জাতিটি বিশ্ব রাজনীতিতে এক অতি গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেছে।’ প্রসঙ্গত, তৃতীয় বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে শি জিনপিং সম্প্রতি চিনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মাও জে দংয়ের নজিরকে স্পর্শ করলেন। বিজয়ন টুইট করেন, ‘পিপলস রিপাবলিক অফ চায়নার প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য প্রেসিডেন্ট শি জিনপিংকে সংগ্রামী শুভেচ্ছা। এটা প্রশংসনীয় যে বিশ্ব রাজনীতিতে জোরালো কন্ঠ হিসেবে উঠে এসেছে চিন (China))। চিনের আরও উন্নয়নের জন্য শুভেচ্ছা রইল।’
[আরও পড়ুন: হিন্দিভাষীদের দাবিয়ে রাখার নিদান তামিলনাড়ুর নেতার! ‘ঘৃণাভাষণে’ মামলা দায়ের পুলিশের ]
এদিকে, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নেটাগরিকদের কড়া সমালোচনা লক্ষ্য করা গিয়েছে। সীমান্ত নিয়ে ক্রমাগত ভারতকে উত্যক্ত করতে থাকা এবং গালওয়ানে ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে অবতীর্ণ হওয়া লালফৌজের সর্বময় কর্তাকে একজন ভারতীয় নাগরিক হিসেবে কেমন করে শুভেচ্ছা জানালেন বিজয়ন সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
What’s wrong with a CM congratulating a newly elected president of a friendly country? I think the President of India will also do it tomorrow. It’s part of diplomacy. Nothing wrong with it: CPI MP Binoy Viswam pic.twitter.com/o9fZRdHTbF
— ANI (@ANI) March 13, 2023
এহেন পরিস্থিতিতে কেরলের মুখ্যমন্ত্রীকে একহাত নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরন বলেন, “ভারতের চেয়ে চিনকে বেশি ভালবাসে সিপিএম। আগেও কমিউনিস্ট নেতারা বলেছেন যে ভারত নাকি চিনকে কোণঠাসা করতে চায়। কেরলের মুখ্যমন্ত্রী হিসেবে জিনপিংকে শুভেচ্ছা জানানোর আগে দেশের মানুযের কথা ভাবুন।” এদিকে, পালটা সিপিআই সাংসদ বিনয় বিশ্বমের মন্তব্য, “বন্ধু দেশের পেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়ে কোনও ভুল কাজ করেননি মুখ্যমন্ত্রী। কাল পরশু ভারতের রাষ্ট্রপতিও এমনই করবেন। এটা কূটনীতির অংশ।”