BREAKING NEWS

৪ আশ্বিন  ১৪৩০  শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

ঔরঙ্গাবাদ অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড আবু জুন্দাল-সহ ৬ জনের

Published by: Sangbad Pratidin Digital |    Posted: August 2, 2016 2:59 pm|    Updated: September 18, 2019 3:10 pm

Key Plotter of 26/11 Abu Jundal and 6 Others Sentenced For Life in 2006 Aurangabad Arms Haul Case

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হল আবু জুন্দাল-সহ ছয় জনকে। গত বৃহস্পতিবার ২০০৬ সালের ঔরঙ্গাবাদ অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল আবু জুন্দাল-সহ মোট ১২ জনকে। মঙ্গলবার মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গ্যানাইজড ক্রাইম অ্যাক্ট বা MCOCA আইন অনুযায়ী সাজা শোনাল বিশেষ আদালত। ২৬/১১’র মুম্বই হামলারও অন্যতম ষড়যন্ত্রী জুন্দাল।

বৃহস্পতিবার আদালত জানায়, ২০০২ সালের পর গুজরাত দাঙ্গার পর তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি প্রবীণ তোগাড়িয়াকে হত্যার ছক কষেছিল অভিযুক্ত ১২ জন৷ তাদের দোষী সাব্যস্ত করার সঙ্গে সঙ্গে আদালত জানিয়ে দিয়েছে, এই ঘটনার নেপথ্যে বড়সড় চক্রান্ত ছিল। প্রসঙ্গত, গোধরা হামলার বদলা নিতেই এই হামলার ছক কষা হয়েছিল বলে রায়ে দাবি করে আদালত। এই মামলায় অভিযুক্ত ছিলেন ২২ জন।

২০০৬ সালের ৮ মে মহারাষ্ট্র এটিএস একটি গাড়ি পাকড়াও করে। গাড়িতে সেই সময় তিনজন সন্দেহভাজন জঙ্গি ছিল। ঔরঙ্গাবাদে চাঁদওয়াদ-মানমাদ জাতীয় সড়কের কাছে গাড়িটি আটক করে, অভিযুক্তদের গ্রেফতার করে এটিএস। গাড়ি থেকে ৩০ কেজির আরডিএক্স, ১০টি একে ৪৭ রাইফেল, প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার হয়। সন্ত্রাসদমন শাখার আধিকারিকরা বুঝতে পারেন, দেশে বড়সড় হামলার ছক ছিল জঙ্গিদের। সেদিন আর একটা গাড়ি এটিএস-এর নাগালের বাইরে চলে গিয়েছিল। সম্ভবত সেই গাড়িতেই আবু জুন্দাল ছিল, পরে সে বাংলাদেশ হয়ে পাকিস্তান পালিয়ে যায়।

২০১২ সালে অবশেষে জুন্দালকে আটক করে গ্রেফতার করলে, পুলিশকে ওই অভিযুক্ত জঙ্গি তাদের আরও এক ডেরার সন্ধান দেয়। সেখান থেকে আরও ১৩ কেজি আরডিএক্স, ১২০০ কার্তুজ, ৫০টি হাত গ্রেনেড এবং ২২টি ম্যাগাজিন উদ্ধার হয়। ২০১৩ সালে এটিএস-এর দায়ের করা চার্জশিট মোতাবেক এই মামলার বিচার শুরু হয়।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে