Advertisement
Advertisement

জীবনধারণে বাতাস জরুরি, পরীক্ষায় বিড়ালছানাকে বাক্সে ভরার নির্দেশ পাঠ্যবইয়ে

চতুর্থ শ্রেণির ছাত্রকে এই প্রয়োজনীয়তা বোঝাতে আর কি কোনও পরীক্ষা ছিল না? প্রশ্ন তোলেন অভিভাবকরা৷

Kitten in a box 'textbooks' bizarre advice sparks furore
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 8, 2017 7:42 am
  • Updated:February 8, 2017 7:42 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঁচতে গেলে বাতাসের প্রয়োজন৷ কীভাবে তা প্রমাণ করা যায়? ছোট্ট একটা পরীক্ষাই যথেষ্ট৷ বিড়ালছানাকে বাক্সের মধ্যে ভরে ফেলা যাক৷ যে বাক্সে কোনও বাতাস ঢোকার কোনও রাস্তা নেই৷ এবার বাক্সের মুখ বন্ধ করে খানিকক্ষণ রেখে দিতে হবে৷ তারপর খুলে দেখলে দেখা যাবে, বাতাসের অভাবে বিড়ালছানাটি মারা গিয়েছে৷ অপর একটি বাক্স যেখানে বাতাস চলাচল করতে পারে, সেখানে বিড়ালছানাকে রাখলে তার কোনও ক্ষতি হবে না৷ এতেই প্রমাণিত হবে বাঁচতে বাতাস জরুরি৷ চতুর্থ শ্রেণির পাঠ্যবইয়ে লেখা এই পরীক্ষা নিয়েই উঠল বিতর্কের ঝড়৷

মহিলাদের মন জয় করতে এবার ভোটের আসরে ‘মোদি শাড়ি’

জানা যাচ্ছে, রাজধানী-সহ উত্তর ভারতের বেশ কিছু স্কুলে চালু আছে এই পাঠ্যপুস্তক৷ কিছুদিন আগে পুরো বিষয়টি নজরে আসে অভিভাবকদের৷ চতুর্থ শ্রেণির ছাত্রকে এই প্রয়োজনীয়তা বোঝাতে আর কি কোনও পরীক্ষা ছিল না? প্রশ্ন তোলেন অভিভাবকরা৷ স্কুল কর্তৃপক্ষের কাছে দায়ের হয় অভিযোগও৷ সরলমতি পড়ুয়াদের মনে এই পরীক্ষা বিরূপ প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে৷

Advertisement

২২০০ মহিলার জরায়ু কেটে বাদ দিয়ে বিক্ষোভের মুখে চিকিৎসকরা

অভিযোগ পাওয়ার পরই এই পরিবেশবিদ্যা শিক্ষার এই পাঠ্যবই স্কুলে বিতরণ বন্ধ করে দিয়েছে প্রকাশনা সংস্থাটি৷ তবে কীভাবে বাচ্চাদের শিক্ষা দিতে এরকম একটা পরীক্ষার কথা লেখা হল, সে প্রশ্ন থেকেই গিয়েছে৷ অভিযোগ পেয়ে সরব হয়েছে ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যানিমাল প্রোটেকশন অরগানাইজেশনও৷ বিভিন্নমহল থেকে অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট প্রকাশনার সঙ্গে কথা বলেছেন সংস্থার সদস্যরা৷ ইতিমধ্যেই বইয়ের ওই অংশটি তুলে নেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে প্রকাশনা সংস্থাটি৷

Advertisement

ভারতীয় প্রেমিকের সঙ্গে হিন্দুমতে বিয়ে সারলেন মার্কিনি তরুণী

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ