BREAKING NEWS

১৩ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ২৮ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

কাশ্মীরে গ্রেফতার শীর্ষ লস্কর নেতা

Published by: Sangbad Pratidin Digital |    Posted: November 4, 2016 5:28 pm|    Updated: November 4, 2016 5:28 pm

Lashkar-e-Taiba Terrorist Omar Khaliq Arrested In Sapore

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার বড়সড় সাফল্যের মুখ দেখল জম্মু ও কাশ্মীর পুলিশ। ভূস্বর্গের সোপর থেকে পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার শীর্ষ নেতা ওমর খালিদকে গ্রেফতার করল পুলিশ। গত সেপ্টেম্বরে উরি হামলার দায় স্বীকার করেছিল এই জঙ্গি গোষ্ঠীই।

পুলিশ ও রাজপুতানা রাইফেলসের যৌথ অভিযানে তুজ্জর সেক্টরের বাসিন্দা খালিদকে গ্রেফতার করা গিয়েছে। ধৃতের কাছ থেকে বন্দুক ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এর আগে দুই তেহরিক-ই-জিহাদ-ই-ইসলাম জঙ্গি-সহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। সোপরকে উত্তপ্ত রাখতে পাকিস্তান তাদের আর্থিক সাহায্য করত বলেও জানা গিয়েছিল। জেরায় ওই দুই জঙ্গি স্বীকার করে, পাক মদতেই কাশ্মীরে একের পর এক স্কুল জ্বালানো হচ্ছে।

সীমান্তে লাগাতার জঙ্গি হামলা চলায় কাশ্মীরের বহু গ্রামের বাসিন্দাদের বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে। সোপর জেলা ঘিরেও তাই নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে