Advertisement
Advertisement

Breaking News

বাম ছাত্র সংগঠনের দখলেই জেএনইউ

ছাত্র ইউনিয়নের সভাপতি ও সহ-সভাপতি পদে যথাক্রমে জয়ী হয়েছেন আইসা ও এসএফআইয়ের জোট প্রার্থী মোহিত পাণ্ডে এবং অমল পি পি৷

Left alliance sweeps all 4 seats in JNU Students' Union Elections
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 11, 2016 10:32 am
  • Updated:September 11, 2016 10:32 am

জ্যোতির্ময় কর্মকার: দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভরাডুবি হলেও জেএনইউ-তে গড় অটুট রাখল বাম ছাত্র সংগঠন৷ ছাত্র ইউনিয়নের সভাপতি ও সহ-সভাপতি পদে যথাক্রমে জয়ী হয়েছেন আইসা ও এসএফআইয়ের জোট প্রার্থী মোহিত পাণ্ডে এবং অমল পি পি৷ অন্যদিকে সাধারণ সম্পাদক এবং যুগ্ম-সম্পাদক পদে জয়ী হয়েছেন যথাক্রমে শতরূপা চক্রবর্তী ও তাবরেজ হাসান৷ সেণ্ট্রাল প্যানেলের চার আসনের মধ্যে দু’টি গিয়েছে এসএফআইয়ের ঝুলিতে৷  একই সঙ্গে কাউন্সিলর-এ ১৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জোট জয়ী হয়েছে ১৫টি আসনে৷ যার মধ্যে এসএফআই পেয়েছে সাতটি আসন৷

ছাত্র সংগঠনের এই ফলাফলকে স্বাগত জানিয়ে ছাত্রনেতাদের অভিনন্দন জানিয়েছে সিপিএম৷ লড়াইয়ের নিরিখে কোনও জায়গাতেই ধারেকাছে নেই বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি এবং বিরসা আম্বেদকর ফুলে স্টুডেণ্টস অ্যাসোসিয়েশন বা বাপসা৷ ফেব্রুয়ারিতে দেশদ্রোহিতার অভিযোগে বাম ছাত্রনেতা কানহাইয়া কুমার গ্রেফতার হওয়ার পর উত্তাল হয় দেশ৷ কানহাইয়া ইস্যুকে কাজে লাগিয়ে দেশজুড়ে জেএনইউ এবং বামপন্থীদের বিরুদ্ধে তীব্র প্রচার চালায় বিজেপি এবং এবিভিপি৷ এবারও নির্বাচনের আগে জেএনইউ-তে পরিচিত ছক বদলে দেওয়ার হুমকি দিয়েছিল শাসকদলের ছাত্র সংগঠন৷ শুক্রবার প্রায় ৫ হাজার ছাত্রছাত্রী ভোট দিয়েছেন৷ ভোটের হার ৬০ শতাংশের উপরে৷ গত দু’বছরের হিসাবে এবারের ভোটের হারই সবচেয়ে বেশি৷

Advertisement

এদিকে দিল্লি বিশ্ববিদ্যালয়ে একাধিপত্য বজায় রেখেছে এবিভিপি৷ কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই-কে হারিয়ে বিপুল ভোটে জিতেছে বিজেপির ছাত্র সংগঠন৷

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ