Advertisement
Advertisement

১৫০০ গ্রামবাসীর গণপিটুনিতে মৃত লেপার্ড

খিদের জ্বালায় জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়েছিল সে৷

Leopard enters Gurugram village, beaten to death
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 25, 2016 11:47 am
  • Updated:November 25, 2016 11:55 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওদের ঘরে অনবরত অনুপ্রবেশ৷ গাছ কেটে জঙ্গল কমিয়ে মিটেই চলেছে সভ্য মানুষগুলোর আকাশছোঁয়া চাহিদা৷ আর ঘর হারানো, কোণঠাসা প্রাণীগুলো যখন খিদের জ্বালায় বাইরে আসে তখনই অপরাধ৷ শাস্তি হিসাবে জোটে মার, খাঁচা, ঘুম পাড়ানি গুলি, কখনওবা মৃত্যু৷ এমনই অভব্যতার ‘শাস্তি’ পেল এক লেপার্ড৷

খিদের জ্বালায় জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়েছিল সে৷ তাই পিটিয়ে মারা হল তাকে৷ বাঁশের লাঠি, থান ইঁট, পাথর, কুঠার কিছুই বাদ পড়েনি৷ অসহায় প্রাণীটিকে ঠেকাতে তৈরি হয়ে এসেছিল দুই গ্রামের ১৫০০ গ্রামবাসী৷ প্রায় একঘণ্টা যন্ত্রণাদায়ক অত্যাচারের পর হার মানে লেপার্ড৷ মারা যায়৷

Advertisement

ঘটনাটি গুরুগ্রামের মান্দওয়ার গ্রামের৷ না খেয়ে অমানুষিক মারধরের পর দুর্বল জন্তুটি বেশিক্ষণ যুঝতে পারেনি৷ ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ বনদফতর জানিয়েছে, তাদের জন্য অপেক্ষা না করেই জন্তুটিকে আক্রমণ করেছে গ্রামবাসীরা৷ ঘটনার ভিডিও রেকর্ডিং রয়েছে তাঁদের কাছে৷ বন্যপ্রাণীকে এভাবে হত্যা করার অপরাধে দোষীদের কড়া শাস্তির ব্যবস্থা করা হবে৷ বন দফতরের কর্তা জানিয়েছেন, খবর পাওয়ার আধঘণ্টার মধ্যে বনকর্তা, তিনজন পুলিশ ইন্সপেক্টর ও এক পশু চিকিৎসককে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনকর্মীদের একটি দল৷ কিন্তু, ঘটনাস্থলে পৌঁছেও লেপার্ডটিকে উদ্ধার করতে পারেননি তাঁরা৷ গ্রামবাসীরা তাঁদের সামনেই পিটিয়ে মেরে ফেলেছে লেপার্ডটিকে৷ যদিও এই অভিযোগ মানতে নারাজ স্থানীয়রা৷ তাদের দাবি, জন্তুটিকে দেখামাত্রই গুরুগ্রাম পুলিশ ও বন দফতরে খবর দেওয়া হয়৷ কিন্তু, কোনও তরফেই কোনও প্রতিনিধি এসে পৌঁছননি৷ তারই মধ্যে আটজনকে হামলার চেষ্টা করে লেপার্ডটি৷ ফলে গ্রামবাসীরা নিজেরাই জন্তুটিকে শায়েস্তা করার সিদ্ধান্ত নেয়৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ