Advertisement
Advertisement

আধার যোগ না থাকলে এবার ব্লক হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

হাতে সময় আছে কতদিন? কী করতে হবে জেনে রাখুন৷

 Link bank accounts to Aadhaar by April 30 or face blockade, says I-T dept
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 12, 2017 8:21 am
  • Updated:December 7, 2019 4:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যক্তিগত তথ্য জমা দেওয়ার কথা আগেও বলা হয়েছে৷ এবার এ ব্যাপারে কড়া পদক্ষেপ করতে চলেছে আয়কর দপ্তর৷ ৩০ এপ্রিলের মধ্যে আধার ও কেওয়াইসি না করালে ব্লক হয়ে যেতে পারে অ্যাকাউন্ট৷ সম্প্রতি এক নির্দেশিকায় জানানো হল সে কথাই৷

হনুমান জয়ন্তী বিতর্কে বিজেপি নেতাকে ‘গালিগালাজ’ ইমাম বরকতির ]

Advertisement

জুলাই ২০১৪ থেকে আগস্ট ২০১৫ পর্যন্ত সময়সীমার মধ্যে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খোলা হয়েছে সেগুলির ক্ষেত্রেই লাগু হয়েছে এই নিয়ম৷ কেওয়াইসি তথ্য ও আধার নম্বর এই অ্যাকাউন্টগুলির সঙ্গে যোগ করতে হবে৷ অন্যথায় ব্লক হয়ে যেতে পারে অ্যাকাউন্টগুলি৷

Advertisement

এই ব্যাঙ্কে জমা নেওয়া হয় রাম নাম, এমনকী উর্দুতেও ]

এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছিলেন, ভবিষ্যতে আধারই একমাত্র পরিচয়পত্র হয়ে উঠবে৷ বিভিন্ন ক্ষেত্রে আধার বাধ্যতামূলকও করা হচ্ছিল৷ কিন্তু নানা বিরোধিতায় পরবর্তীকালে তা আর করা সম্ভব হয়ে ওঠেনি৷ কিন্তু দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ ছিল, ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খোলার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করানো যেতেই পারে৷ তবে অ্যাকাউন্টের কেওয়াইসি-র ক্ষেত্রেও আধার যোগ আবশ্যক৷ ফরেন ট্যাক্স কমপ্লিয়েন্স অ্যাক্টের নিয়ম অনুযায়ী, তাই এই সময়সীমার মধ্যে খোলা অ্যাকাউন্টগুলিকে আধার যোগ বাধ্যতামূলক করা হল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ