BREAKING NEWS

৩ আশ্বিন  ১৪৩০  বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

‘ড্রাই’ বিহারে মদ বিক্রির নয়া ফন্দি, গোরস্থানেই চলছে দেদার ব্যবসা

Published by: Anwesha Adhikary |    Posted: June 6, 2023 4:35 pm|    Updated: June 6, 2023 4:35 pm

Liquor business operating from dry state Bihar, liquor found from graveyard | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ড্রাই’ বিহারে (Bihar) মদ বিক্রি করার নতুন ফন্দি ব্যবসায়ীদের। গোরস্থানে কবরে খুঁড়ে তার মধ্যে লুকিয়ে রেখে মদ বিক্রি করা হচ্ছে বলে জানা গিয়েছে। এক মহিলাকে কবর দিতে গিয়ে বিষয়টি প্রকাশ্যে আসে। ইতিমধ্যেই ওই গোরস্থান থেকে অন্তত ২৫ লিটার মদ উদ্ধার করেছে বিহার পুলিশ। তবে এই ব্যবসার নেপথ্যে কারা রয়েছে, তা নিয়ে এখনও সংশয় রয়েছে।

বিহারের সাসারাম জেলার একটি গোরস্থানে এক মহিলাকে কবর দিতে গিয়েই উপস্থিত ব্যক্তিরা টের পান, কোনও অনৈতিক কাজ চলছে। সঙ্গে সঙ্গেই তাঁরা পুলিশে খবর দেন। গোরস্থানে উপস্থিত ব্যক্তিদের সাহায্যেই খোঁড়াখুঁড়ি শুরু করে পুলিশ। বেশ কয়েকটি কবর খুঁড়তেই ভিতর থেকে বেরিয়ে আসে বিপুল পরিমাণে মদের পাউচ।

[আরও পড়ুন: সলমনের সামনেই পোশাক বদল কঙ্গনার! চোখের সামনে এসব দেখে মাথায় হাত ভাইজানের]

জানা গিয়েছে, প্লাস্টিকের পাউচে ভরা প্রায় ২৫ লিটার মদ লুকানো ছিল কবরের মধ্যে। এছাড়াও গোরস্থানের মধ্যেই ফাঁকা পাউচও পাওয়া গিয়েছে। সেই দেখে পুলিশের অনুমান, বিক্রির পাশাপাশি ওই গোরস্থানে বসেই চলত মদ্যপান। আরও বেশ কয়েকটি কবরের নীচে একইভাবে মদ লুকিয়ে রাখা আছে বলেও অনুমান পুলিশের।

তবে গোরস্থানে মদ লুকিয়ে রাখা ও বিক্রি করার নেপথ্যে কারা রয়েছে, তা এখনও জানতে পারেনি পুলিশ। স্থানীয় পুলিশ আধিকারিক সন্তোষ কুমার জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে আবগারি আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, বিহারে মদ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও নানা অভিনব উপায়ে লুকিয়ে মদ বিক্রি করা হয়। আগেও কফিনের মধ্যে থেকে মদ পাওয়া গিয়েছিল। এবার সেই তালিকায় যোগ হল কবরস্থানের নামও।

[আরও পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: ওভালের সবুজ পিচ কতটা বিপজ্জনক ভারতের জন্য?]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে